বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।
গতকাল সংসদে বাংলাদেশের মিডিয়া দৈত্য প্রথম আলোর বিরুদ্ধে সরকার দলীয় ( সরকার দলীয় বলছি কারন বিরোধিদল সংসদে ছিলোনা ) সাংসদরা বিষোদগার করেছেন । কেউ বলেছেন প্রথম আলোর রিপোর্ট তাদের জন্য সম্মানহানিকর ,উদ্দেশ্যমূলক । অনেকেই ১/১১ প্রক্ষাপট পরবর্তী সময়ে এই পেপারের উদ্দেশ্যমুলক ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ।
বাংলাদেশের নাগরিকমাত্রই জানা আছে ....সাংসদ মাত্রই নিষ্কলংক নন , বরং তাদের বেশিরভাগই বিভিন্ন দূর্নীতিতে নিমজ্জমান ।
প্রথম আলোর বিরুদ্ধে বিষোদগারের কারনে ব্লগে দেখছি অনেকেরই গাত্রদাহ শুরু হয়েছে। মোটামুটি তারা সরকারের সাংসদদের পারলে তুলোধুনো করে ছাড়েন । তা করতে পারেন ,আগেই বলেছি ...সাংসদরা এখনো আমাদের রাজনীতির জন্য এমন মানুষ হয়ে উঠেননি, যাকে তরুনসমাজ এবং অন্যান্যরা আইডল হিসেবে নিতে পারেন ।
যাদের গাত্রদাহ, তাদের মতে সরকারের সাংসদ এবং অন্যান্যদের বিভিন্ন কুকর্মের রিপোর্ট ( গাড়ি ব্যবসা , করমুক্তি ) ছাপানোর কারনে সরকার ক্ষুদ্ধ এবং তার কারনেই সাংসদদের এহেন আচরন ।
কথাটি মিথ্যা নয় মোটেই ।
কিন্তু আমি কিছু বিষয় তুলে ধরি ,
.১ একটি সংবাদপত্রের কাজই হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা । সাংসদদের কুকর্ম হোক আর সুকর্ম হোক, তা তুলে ধরাই তার কাজ । এখানে প্রথম আলোর কোনো ক্রেডিট আমি দেখতে পাইনা যে তারা এইসব বিষয় মানুষের সামনে তুলে ধরছে । এটাই তাদের দ্বায়িত্ব । অন্য পত্রিকার চেয়ে তারা এগিয়ে আছে একারনেই যে পেপারগুলি হয় আওয়ামি অথবা বিএনপি ভাবধারা প্রচার করে যাচ্ছে নিয়মিত ।
কিন্ত আলোগোস্ঠি একটা ভাবধারার হয়েও নিরপেক্ষ ভাব ধরে সংবাদ প্রকাশ করে , ফলশ্রুতিস্বরুপ সরকারের বিরুদ্ধে কিছু লিখতেই হয়, নাইলে তারা তাও কেয়ার করতো বলে মনে হয়না । সেজন্যই তারাই প্রকাশ করে সাংসদদের দুর্নীতি ,আর অন্য পেপার কিছুটা চেপে যাওয়ার চেষ্টা করে । এখন আপনারা বলতে পারেন , তারাতো তাও প্রকাশ করে । কিনতু ব্যাপারটি কি আসলেই তাই ?? তারা কি কিছুই গোপন করেনা ? তারা কি মহান ??? খেয়াল করুন ---
ক । দুর্নীতির দায়ে যখন বাংলাদেশের সব মাননীয় ( ! ) দের জেলে ভরা হচ্ছে তখন আমজনতা সবাই খুশি হয়েছিল .কিন্তু সেই সময় প্রথম আলো গোষ্ঠী যে প্যারালাল সরকার হয়ে উঠেছিল , তা নিশ্চই সবাই স্বীকার করবেন ।
আজ যা ওই পেপারে ছাপা হয় , পরেরদিন তার বিরুদ্ধেই একশন । কিন্তু দুর্নীতির ব্যাপারে যে কথা বলছি , আমি জানতে চাই ওই প্রথম আলো যে এসিড সারভাইভারস ফাউন্ডেশন গড়ে তুলেছে .... তার জমা আর খরচের হিসাব কোথায় ???
বদলে যাও বদলে দাও প্রচারণা চালিয়ে যে টাকা আদায় করা হয়েছে , তার হিসাব কোথায় , কে দেবে ?? সারা বাংলাদেশের সর্বত্র যে বিশাল প্রচারণা চালানো হয়েছিল , তার খরচ কোথা থেকে এসেছে ?? শতশত সুশীলকে কক্সবাজারে নিয়ে যাওয়ার খরচ কে দিয়েছে ??? ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুরের নাম দুর্নীতিবাজের তালিকায় থাকার পরও কেন তার ব্যাপরে কোনো রিপোর্ট হয়নি ??? কোথায় ছিল দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রচারণা ???
খ. কেউ কেউ বলতে পারেন প্রথম আলো সরকারের বিরোধিতা করেই আজ তোপের মুখে পড়েছেন ,তা অবশ্যই বলতে পারেন । কিন্তু আপনাদের কি মনে আছে যে কিছুদিন আগে যখন আরেকটি পত্রিকা '' আমার দেশ '' বন্ধ করে দেওয়া হলো , তখন কিন্তু '' সর্বদা অন্যায়ের/দুর্নীতির বিরুদ্ধে সরব কন্ঠ '' (!!) প্রথম আলো কই ছিল ?? আজ হেডলাইন দেখুন , সংসদে সংবাদপত্রের প্রতি তীব্র আক্রমন '' .......... কিন্তু আরেকটি সংবাদপত্র যখন বন্ধ করে দেওয়া হয় , তখন তা আক্রমন হয় না ??? কেন তারা সেই সময় সামান্য সমর্থন প্রদর্শন করেন নাই ?? সব সংবাদকর্মীদের তো একতাবদ্ধ হয়ে থাকার কথা । অথচ আজ তাদের ব্যাপারে প্রশ্ন উঠায় '' সংবাদ পত্রের প্রতি আক্রমন '' হয়ে গেছে !! বাহ বাহ !!
২ . প্রসঙ্গ ১ / ১১ .......সংবাদপত্রের দায়িত্ব সরকারের ভুলত্রুটি সম্পর্কে মানুষকে সচেতন করা ... সরকার কে সচেতন করা । কিন্তু সংবাদপত্রের কোনো এখতিয়ার নেই যে পরবর্তী সরকার তৈরী করতে পর্দার আড়ালে সক্রিয় ভুমিকা নেওয়ার ।
এই প্রথম আলোই তা সেই দুঃসাহস দেখিয়েছে । মাইনাস টূ হলে কি ভালো না মন্দ , তা বিবেচনার দাবি রাখে ... কিন্তু তা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা একটা সংবাদপত্রের কাছে কোনভাবেই আশা করা যায় না । রাষ্ট্রীয় শাসনযন্ত্রের কাজে হস্তক্ষেপ করার সাহস এরা পায় কি করে ??
৩ . প্রথম আলোর বিভিন্ন কাজেই যাদের প্রবল উৎসাহ দেখা যায় , তারা হলো সুশীল সমাজ নামের কিছু ভন্ডের দলের । আপনাদের মনে থাকার কথা , ১ /১১ পরবর্তী সময়ে রাষ্ট্রীয় শাসনযন্ত্রের সকল কাজে সুশীল সমাজ কে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়েছে এরা । এমনকি জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টাও তার করেছে ।
কি দুঃসাহস !! কেন এই সুশীল সমাজ ??? জাতীয় সরকার গঠন কি গনতান্ত্রিক কিছু ?? সারা দেশের সব মানুষের মতামত কে জলাঞ্জলি দিয়ে গণতন্ত্রের ধজ্জাধারী (!!) প্রথম আলো কেন , কাদের স্বার্থে সুশীল সমাজ দিয়ে জাতীয় সরকার গঠনের জন্য সেমিনার চালাত ?? সারা জীবন ঘি-কলা খেয়ে সব সরকারের সময় জি হুজুর করে চলা সুশীল সমাজ ...... সব সময় বড় বড় কথা বলে টক শো গরম করে ফেলা এই সুশীল সমাজ কি কোনো আন্দোলনের সময় কোনো ভুমিকা রাখতে পেরেছে ??...... ৫২ , ৬৬ , ৬৯ , ৭১ , ৯০ ..... এই বিশেষ সালগুলো মাঝে যারা এইসব আন্দোলন সফল করেছেন , তাদের মাঝে কোনো সুশীল ছিলেন ?? আর এই সুশীল সমাজ কিনা জাতীয় সরকার করে চালাবে দেশ , আর তার প্লান করেছিল এই প্রথম আলো নামের ভন্ড গোষ্ঠী !
৪ . নিরপেক্ষ রিপোর্ট , সত্য রিপোর্ট ..... ব্লা ব্লা ব্লা অনেক কিছুই শুনি প্রথম আলো সমর্থক দের কাছ থেকে । কিন্তু ভাইরা , আপনারে বলেন , মহাজন ইউনুস আর তার তথাকথিত সাবলম্বী সুফিয়া .... সুফিয়া কিভাবে মারা গিয়েছিল ?? আর প্রথম আলো কিভাবে তার উল্টা নিউজ করেছিল ?? টিপাইমুখ ব্যাপারে প্রথম আলো কেন সোচ্চার না ?? এনজিও দের ব্যাপারে কখনো কেন তারা কিছু লিখেনা ?? বড় বড় এড দেওয়া কোম্পানিদের দুর্নীতি কেন চেপে যায় তারা ?? ট্রান্সকম মালিক লতিফুরের তদন্ত নিয়ে কথা কেন বলেনা ?? .... এইরকম অনেক উদাহরণ দেওয়া যাবে আমার নিজের দেখা কিভাবে প্রথম আলোর সাংবাদিক কলেজের একটি সংবাদ উল্টা রিপোর্ট করছে ..... খবর অন্যভাবে প্রকাশের জন্য কিভাবে চাদা নিচ্ছে .......
লেখা বড় হয়ে যাচ্ছে, পরবর্তিতে আরেকটা খন্ড করা যায় কিনা ভেবে দেখব ।
কিন্তু লেখার মূল উদ্দেশ্য একটাই . সরকারের সমর্থন করে পোস্ট দেওয়া না। বরং প্রথম আলোর ভন্ডামিটা সবাইকে বুঝিয়ে দেওয়া । নিজের পাছায় গন্ধ থাকলে অন্যের টা খুঁজে বের করে অন্য কে খারাপ বলবেন , কিন্তু তার আগে নিজের পাছার গন্ধটা ঢেকে নিবেন --প্রথম আলো কে অন্যের দুর্নীতি বাপারি বুঝানোর আগে নিজের টা প্রকাশ করে নেওয়ার উপদেশ ( ) দিছি।
( কোনো একদিন মতি মিয়ার অগাধ সম্পদের ব্যাপারে কিছু লিখব আশা রাখি ) ।
বি . দ্র . প্রথম আলো প্রেমিকরা বলতে পারেন / ভাবতে পারেন আমি কোন paper রাখি । না ভাইয়েরা , আমি বিডিনিউজ পড়ি আর কালের কন্ঠের সাথে আমার কোনো যোগাযোগ নেই আর মাইনাস দিলে সাহসের সাথে বলে দিয়েন ...মাইনাস কেয়ার করিনা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।