আমাদের কথা খুঁজে নিন

   

আগামী দিনের বাংলাদেশ হোক উন্নত, সমৃদ্ধশালী এবং দুর্নীতিমুক্ত।

সততায় বিশ্বাসী স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ধীরগতিতে অগ্রসর হচ্ছে। যে লক্ষ্যমাত্রা আমাদের প্রত্যাশিত ছিল তা এখনও পূর্ণরূপে অর্জিত হয়নি। কারন আমরা আজও ঐক্যবদ্ধ হতে পারিনি। এমনকি জাতির গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলোতেও আমরা দ্বিধাবিভক্ত। আমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে স্বাধীনতা এনেছিলাম তা আজ ভুলে যেতে বসেছি।

একতার বন্ধন ছিন্ন করে আমরা আজ সবাই লড়ছি ব্যক্তিস্বার্থে অথবা গোষ্ঠীস্বার্থে। বৃহত্তর স্বার্থ এখানে পদদলিত হচ্ছে। তাই এই বিজয়ের মাসে আমাদের অতীত থেকে প্রেরণা নিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিৎ। রাজনৈতিক দলগুলোর উচিত হীন পরিবার স্বার্থ এবং দলস্বার্থ থেকে বেড়িয়ে এসে জণকল্যাণে যথাযথ পদক্ষেপ নেওয়া। জাতির সামনে এগিয়ে যাওয়ার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে একই প্লাটফর্মে দাঁড়ানো অতীব জরুরী।

আমলাদের উচিত লাল ফিতার সুতায় ফাইল বন্দি না রেখে সততা এবং নিরপেক্ষতার ভিত্তিতে কর্মকান্ড পরিচালনা করা। আমলা এবং রাজনীতিকরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হলেই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আর এর মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন অর্জন এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করা সম্ভব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।