আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।
দুর্নীতিমুক্ত, নাগরিকবান্ধব, আধুনিক পৌরসভা গঠনের অঙ্গীকারে শপথ গ্রহণ করেছেন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ৪ মেয়র প্রার্থী। গত শনিবার বিকাল ৩টায় পৌর শহীদমিনার পাদদেশে আয়োজিত প্রার্থীদের পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ শপথ নেন। একই সঙ্গে উপস্থিত পৌর ভোটাররা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের স্বপক্ষে ভোটাধিকার প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করে শপথ নেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক ও সুশাসনের জন্য নাগরিক-সুজন শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জনতার মুখোমুখি হন মেয়র প্রার্থীরা।
সনাক আহ্বায়ক সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ৭ জন মেয়র প্রার্থীদের মধ্য উপস্তিত ছিলেন ৪ জন প্রার্থী। তারা হলেন মহাজোট সমর্থীত প্রার্থী মুক্তিযোদ্ধা এম এ রহিম, বিএনপি’র একাংশে মনোনীত বর্তমান মেয়র মো. আহাদ মিয়া, খালেদা রাব্বানী গ্র“পের মনোনীত সাবেক পৌর চেয়ারম্যান শিল্পপতি মো. মহসিন মিয়া মধু ও লন্ডন প্রবাসী আব্দুল মুবিন তফাদার।
এ সময় প্রার্থীদের হলফনামায় দেয়া সম্পদের বিবরণসহ প্রার্থীদের তথ্যাদি জনগণকে অবহিত করা হয়। অনুষ্ঠানে উš§ুক্ত প্রশ্নোত্তর পর্বে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থীরা। সনাক সদস্য কমল কলি চৌধুরী রকেটের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সনাকের সাবেক আহবায়ক সাইয়্যিদ মুজীবুর রহমান।
প্রার্থীরা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনা ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তারা শ্রীমঙ্গল পৌরসভার নানাবিধ সমস্যা বিশেষ করে প্রস্তাবিত পৌর এলাকা অন্তর্ভূক্তকরন, রাস্তা-ঘাট উন্নয়ন, বিদুৎ, যানজট, মাদক, শিশু-কিশোরদের বিনোদন ও খেলাধুলা, কবরস্থান, শশ্মান, মসজিদের উন্নয়নের জন্য পৌরবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন। এছাড়াও প্রার্থী আঃ মুবিন তফাদার একটি চমকপ্রদ আশ্বাস প্রদান করে বলেন তিনি নির্বাচিত হলে শ্রীমঙ্গল শহরকে সিসিটিভির আওতায় আনবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।