আমাদের কথা খুঁজে নিন

   

তোমার কাছে যাবো

শাফিক আফতাব................ তোমার কাছে যাবো, ছনেছাওয়া ঘরে, গুঁদরিকাঁথার ওমের ভেতর, ধুলিমাখা হাতের স্পর্শে তোমার ভালোবাসা নিতে তোমার কাছে যাবো। গোবরছানা হাতে, কিংবা চালধোয়া ভেজা হাতের ভালোবাসা নিতে তোমার কাছে যাবো। ফ্যানহীন গ্রীষ্মের ঘামে ধোয়া হাতের ঘ্রাণ পেতে তোমার কাছে যাবো। তোমার কাছে যাবো ফ্যানভাত আর আলুর ছানার সাথে খাঁটি সরিষার তেলের মোলায়েম গন্ধ নিতে কিংবা পুকুরের জলে স্নান সারা ভেজা শাড়িতে তোমাকে দেখার জন্য তোমার কাছে যাবো। বথুয়া শাক, আর কলার থোর খেতে কিংবা গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, আর তোমার বুক ভরা ভালোবাসা নিতে তোমার কাছে যাবো। আবহমান বাংলার বিমোহিত রূপের ঘ্রাণ পেতে তোমার কাছে যাবো। তোমার কাছে যাবো, চালুনছানা আটিয়া কলার সত্ত্ব পেতে দুবাচ্চার মা সিংহলি গাভীর এক বাটি দুধ খেতে, দুধকলায় আর তাতে ছিটেফোটা চিনিতে তোমার হাতে মাখা ভাত খেতে তোমার কাছে যাবো। ভাঙা জানালার, ছেঁড়া কাঁথার তোমার ছোট্ট ছনের ঘরে, তোমার আনাড়ি হাতের মৃত্তিকার সোঁদা গন্ধ মাখা ভালোবাসা পেতে তোমার কাছে যাবো। তোমার কাছে যাবো, এই যন্ত্রমানবের শহরে থাকবো না। (কবিতার বাঁক-বদল) ১৮.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.