আমাদের কথা খুঁজে নিন

   

কবরের নিরবতাও যেন লজ্জা পায়!

*রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু দিবস নিয়ে মন্ত্রী মহলে যত ব্যাস্ততা ও তৎপরটা চোখে পরে তার বিপরীতে যেন জাতীয় কবির স্মরণ তটটুকুই বিস্মৃতিতে পরিণত হয়। কবী গুরুর স্মরণে ভারত তো বটেই চিনের সাথে একত্রে উদযাপনের তৎপরটা আমরা আমাদের মন্ত্রীদের মাঝে দেখতে পাই কিন্তু যেই কবি এই মাটিতে শায়িত আছেন যিনি আমাদের জাতীয় কবি বাঙালীর বিদ্রহের কবি তার স্মরণে যেন অবহেলার নীরব মেলা বসে! আমার একটা নিজস্ব ভাবনা বা জিজ্ঞাসা আছে তা হল ইউএসএ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবার মাতৃভাষা ইংরেজি তাই বলে কি তারা নিজেদের কবি সাহিত্যিকদের অবহেলা করে, শুধু মাত্র ভাষাগত মিলের কারণে ভিন দেশের 'শ্রেষ্ঠ' কে নিয়ে মেতে ঊঠে? ভাষার ঐক্য থাকতেই পারে কিন্তু দেশের কথা ভুলে গেলে চলবে কি? কেঊ হয়তো চুরুলিয়ার কথা স্মরণ করিয়ে দিবেন আমি তখন স্মরণ করিয়ে দিব তার চির শায়িত হওয়ার স্থানের কথা। আমার এক স্বপ্নকবি আছেন যাকে আমরা এখনো খূজে পাইনি যার বাবা হবেন একজন মুক্তিযোদ্ধা ও সেই মহান কবির জন্ম হয়েছে বা হবে ৭১ এর পরে অর্থাৎ যিনি হবেন মাথা থেকে পা পর্যন্ত বাংলাদেশি। সেই স্বপ্ন কবি আসবেন যার দ্রোহ হবে, এই দেশের মাটি ও মানুষের পক্ষে। *বিশ্ব কবি ও কবি গুরু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।