আমাদের কথা খুঁজে নিন

   

কবরের জায়গা দিবো না

সুখীমানুষ

টেকনাফ থেকে তেতুলিয়া, আমার। আমার দেশ দেশের আমি। দেশের বুকে আমি আমার বুকটা জুড়ে দেশ। আমার দেশ, সিদ্ধান্ত আমার এখানে যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর এর কোন স্থান নেই। শ্ শ্ শ্..., আস্তে কথা বলো এ বুকে, মাটির বুকে ঘুমিয়ে আছে বীর সন্তানেরা ঘুমা ভাঙ্গায়োনা তাঁদের, মা'য়েরে মুক্ত করে এরা বড় ক্লান্ত এখন।

এ মাটির উপর নিজামি, মুজাহিদেরকে এখনো রেখেছো তোমরা! হাকডাক, হট্টোগোল করোনা; মার না মারো যা খুশি করো খেদাও এদের। জানোয়ারের জীবন নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। যদি মেরেই ফেলো দেশ সীমানার বাইরে নিয়ে ফেলে দিও লাশ। আমার দেশে আমার বুকে ঘুমিয়ে আছে বীর সন্তানেরা এখানে নিজামি, মুজাহিদদের কবরের জায়গা দিবো না। ৩০-১২-০৮, ঢাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।