আমাদের কথা খুঁজে নিন

   

টানা হরতালে ‘অলস’ খাতুনগঞ্জ

এ হিসেবে চলতি সপ্তাহে শুধু দুই দিন এখান থেকে দেশের অন্য জেলায় পণ্য পাঠাতে পেরেছেন ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বছর এমনিতেই অনেক হরতাল হয়েছে। এখন রমজানেও হরতাল করছে রাজনৈতিক দলগুলো।
এতে করে ভোগ্যপণ্যের আমদানিকারকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দাবি করে মাহবুব বলেন, বন্দরে কয়েকটি মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) পণ্য নিয়ে বসে আছে। পাশাপাশি বন্দরের অফ ডকেও পণ্য আটকে আছে।


“হরতালে দিনের বেলায় ট্রাকসহ ভারী যানবাহন চলাচল না করায় এসব পণ্য রাজধানীসহ দেশের অন্য জেলাগুলোতে পাঠানো সম্ভব হচ্ছে না। ” এদিকে রমজানের কারণে পণ্যের সরবরাহ বাড়লেও টানা হরতালের কবলে পড়ে বিক্রি কমে যাওয়ায় পাইকারি বাজারে পণ্যের দামও কমতে শুরু করেছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার পাইকারিতে চিনি বিক্রি হয়েছে মণ প্রতি ১৫২০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় প্রতি মণে ১৪০ টাকা কম। প্রতি কেজি অস্ট্রেলিয়ান ছোলার দাম ছিল ৪৭ টাকা। জুলাইয়ের প্রথম সপ্তাহে এই ছোলার দাম ছিল ৫১ টাকা কেজি।


আগের দামেই মিলছে ভারত থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজ। বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৩৯ টাকা কেজিতে।
তবে কমেছে সয়াবিন ও পাম তেলের দাম। এক সপ্তাহ আগে ৪০৫০ টাকায় বিক্রি হওয়া প্রতি মণ সয়াবিন তেল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৩৮৫০ থেকে ৩৯০০ টাকায়। পাম তেল মণ প্রতি ১৬০ টাকা কমে বিক্রি হয় ২৬২০ টাকায়।


অন্যান্য সময় খাতুনগঞ্জের মূল সড়কে দিন-রাত যানজট লেগে থাকলেও বৃহস্পতিবার দুপুরে খাতুনগঞ্জে গিয়ে দেখা যায় রাস্তা প্রায় ফাঁকা।
দুপুরে সরেজমিনে দেখা গেছে, খাতুনগঞ্জের বদর আউলিয়া ভান্ডার নামের মসলার পাইকারি প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা ক্যাশ বক্সে বসে ঘুমাচ্ছেন। বিক্রয়কর্মীরা দোকানে অলস বসে আছেন।
হরতালে মন্দা বাজার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পাইকাররা।
পেঁয়াজ-রসুনের পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান মদিনা করপোরেশনের বিক্রয় কর্মকর্তা রাজীব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই মেজাজ খুব খারাপ।

গত চারদিনে তেমন কোনো বিক্রি হয়নি। হরতালে পণ্যবাহী গাড়ি চলে না। তাই ক্রেতাও আসে না। ’’
শুধু ক্রেতা শূন্যতা নয় ব্যবসায়ীদের আমদানি করা পণ্যও আটকে আছে বন্দরে।
খাতুনগঞ্জের হাসান অ্যাণ্ড ব্রাদার্সের অন্যতম মালিক মীর মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা আমার ২০ কন্টেইনার ছোলা বন্দরে আটকে আছে।


দেশের বিভিন্ন জেলার যেসব ক্রেতা আগাম চাহিদাপত্র দিয়েছিলেন তারা এ সপ্তাহে পণ্য না পেয়ে এখন টাকা ফেরত চাইছেন বলে জানান তিনি।
খাতুনগঞ্জ থেকে চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী, চাঁদপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নীলফামারিসহ বিভিন্ন জেলায় পণ্য নিয়ে যান ক্রেতারা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মনোরঞ্জন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাসোসিয়েশনের হিসাব মতে প্রতি হরতালের দিনে স্বাভাবিক দিনের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকার পণ্য কম বিক্রি হয়। এতে ব্যবসায়ীদের বিরাট লোকসান হয়।
মাহবুব আলম বলেন, এ বছর এমনিতেই বাজান মন্দা।

আরও হরতাল দিলে তা হবে ব্যবসার জন্য অশনি সংকেত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.