চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এটি টানা চতুর্থ জয় আতলেতিকোর।
ঘরের মাঠে আতলেতিকো এগিয়ে যায় ব্রাজিলের ডিফেল্ডার জোসে মিরান্ডার গোলে। নবম মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি।
২৫ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার রাউল গার্সিয়া। সম্প্রতি জন্মভূমি ব্রাজিলের ডাক উপেক্ষা করে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়া দিয়েগো কস্তার দারুণ এক ক্রস থেকে হেড করে গোল করেন তিনি।
প্রথমার্ধের অন্তিম মূহুর্তে ব্যবধান ৩-০ করেন ব্রাজিল ডিফেন্ডার ফিলিপে লু্স। তার প্রথম শটটি গোলরক্ষক হ্ঞ্জি লিন্ডলার ঠেকিয়ে দিলেও ফিরতি শটটি আর রুখতে পারেননি।
আর ৮২ মিনিটে দলের পক্ষে চতুর্থ ও নিজের প্রথম গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা কস্তা।
‘জি’ গ্রুপের অপর ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে পর্তুগালের পোর্তো।
চার ম্যাচ শেষে শতভাগ সাফল্যে আতলেতিকোর পয়েন্ট ১২।
পিটার্সবার্গ ও পোর্তোর পয়েন্ট যথাক্রমে ৫ ও ৪। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে অস্ট্রিয়ার দলটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।