প্রতিপক্ষের মাঠে বায়ার্নকে তিন পয়েন্ট এনে দেয়া গোলটি করেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ।
১৩ মিনিটে ফিলিপ লামের পাস খুঁজে পায় টমাস মুলারকে। মুলারের দারুণ পাস ধরে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দেন গত বছর বায়ার্নে যোগ দেয়া মানজুকিচ।
তবে হেরে গেছে শালকে জিরো ফোর। ভলফ্সবুর্গের মাঠ থেকে ৪-০ গোলের হারের লজ্জা নিয়ে ফিরেছে তারা।
অন্যান্য ম্যাচে বেয়ার লেভারকুসেন ১-০ গোলে স্টুটগার্টকে, ভার্ডার ব্রেমেন একই ব্যবধানে অগসবুর্গকে, মেইঞ্জ ২-১ গোলে ফ্রেইবুর্গকে ও হফেনহাইম ৫-১ গোলে হামবুর্গকে হারিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।