‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার থেকে রাজপথ-রেলপথ-নৌপথে এই কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে এই কর্মসূচি নিয়ে ‘দুঃশ্চিন্তা’ নেই জানিয়ে অবরোধ ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
নির্বাচনকালীন সরকার নিয়ে মতদ্বন্দ্ব থেকে বছরের শেষ ভাগে টানা হরতাল চালানোর মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে অবরোধের কর্মসূচিতে আসে বিরোধী জোট।
ডিসেম্বর মাসজুড়ে সহিংস অবরোধে প্রায় একশ’ মানুষের প্রাণহানি এবং জনজীবন প্রায় অচল থাকার মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে আটকের পর নির্বাচনের পাঁচ দিন আগে লাগাতার অবরোধের ঘোষণা আসে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ডাকা ‘ঢাকামুখী অভিযাত্রা’ পণ্ড হওয়ার পরও নতুন এই কর্মসূচি সফল করে সরকারকে নির্বাচন স্থগিত করে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করার আশা করছেন ফখরুল।
অন্যদিকে বিরোধী দলের বর্জনের মধ্যেও ৫ জানুয়ারির নির্বাচনের পথে এগিয়ে যাওয়া আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, অবরোধও ভেঙে ফেলতে পারবেন তারা।
অবরোধের মধ্য দিয়ে দেশ অচল করার বিএনপির হুমকির মধ্যে শুরুর দিনই ঢাকায় তিনটি স্থানে নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
অবরোধ সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ফখরুল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, “দেশ এক চরম সঙ্কটের সম্মুখীন। দেশ, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য একতরফা নির্বাচনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।