আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে ব্যবসায়িক উদ্যক্তা প্রয়োজনঃ ক্ষুদ্র থেকে শুরু করি

ই-কমার্স বিজনেস বর্তমানে দেশের সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনাময় বিজনেস। বিভিন্ন প্রতিষ্ঠানই এখন অনলাইনে নিজেদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করছে। আপনজোন.কম ও ই-কমার্সে নতুন জোয়ার সৃষ্টির জন্য কাজ করছে। সেই লক্ষ্যে আমরা সিলেটে ব্যবসায়িক পার্টনার আহবান করছি। আমরা ঢাকা থেকে আমাদের সাইটের বিভিন্ন পন্য পার্টনারদের কাছে পাঠাবো,তারা তা কাস্টমারের নিকট পৌছে দিবে। বা সিলেট এ আমাদের পার্টনার এড্রেস থেকে কাস্টমাররা বিভিন্ন পন্য দেখে কেনাকাটা করবে। পার্টনার হয়ার জন্য যা প্রয়োজনঃ ১, বিজনেসের প্রতি আগ্রহ থাতে হবে। ২, কম্পিউটার এর ব্যবসা করছেন এমন কেউ অগ্রাধিকার পাবেন ৩, ২০০ স্কয়ার ফিটের একটি পজিসন(optional) ইনভেস্টঃ পার্টনাররা দুই ভাবে বিজনেস করতে পারেন, ১, আমাদের কাছ থেকে পন্য কিনে রাখতে পারেন(এ ক্ষেত্রে বিক্রি বেশি হবে), ২, অর্ডার এর ক্ষেত্রে পন্য নিতে পারেন(এ ক্ষেত্রে ইনভেস্ট লাগবে না) আমরা অংশ নিচ্ছি সিলেট ই-বানিজ্য মেলা ২০১৩ এ আমাদের ঠিকানাঃ http://www.aponzone.com/ , মোবাইলঃ ০১৯৬৭৩৪৫৩১১, ৫২৯/ই, গোয়াল বাড়ির মোড়, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬ যারা বিস্তারিত জানতে চান তারা নাম, মোবাইল, বর্তমানে কি করছেন, জেলা লিখে এ মেইল করুন। অবশ্যই ২৩ মার্চ ২০১৩ এর মধ্যে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।