শুধু ভালবাসি, আর ভালবাসতে চাই। কিছুদিন আগে আমার গ্রামের এক গরিব লোকের চিকিৎসার জন্য আমি তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে(গেস্ট্রলিভার,পান্থপথ)নিয়ে যাই। প্রথম দিনে আমি তাকে একজন ডাক্তার দেখাই( সাড়ে ৩ঘন্টা অপেক্ষার পর), তাতে আমার ভিজিট লেগেছিল ৫০০ টাকা।তারপরের দিন তার একটি ছোট অপারেসনে লেগেছিল ৩০,০০০ টাকা,যা আমাকে দেয়া লেগেছিল রোগী OT থাকতেই। একদিন হসপিটালএর আরো চার্জ আসলো ১০৬৫০ টাকা। আমিও তা দিতে বাধ্য থাকলাম বাধ্যগতের মত, কারন আমার কাছে তখন (৩০০০০+১০৬৫০+ওসুধ৩৯০০+অন্যান্য) মুখ্য ছিলনা, রোগীর জীবন বা ততসম্পরকিয় বিষয় মুখ্য ছিল। তাও হাস্পাতালের সবাইকে কেন যেন (ঝাড়ুদারকেও) স্যারের মত মনে হল, সবার কথাবার্তা তুচ্ছতাচ্ছিল্যের মতন! আমার মত হাসপাতাল এর সবার অভিজ্ঞতা মনে হয় কাছাকাছি। ডাক্তার নন মনে হয় ডাকাত, টাকাখেকো মানুষরূপী কতগুলো জানোয়ার, দেশের পুলিশদেরকে সবাই কেন যেন বাঁকাচোখে দেখে যা ঐতিহাসিকভাবে হয়ে আসছে ৪০০০/৫০০০ টাকার পুলিশ কি একজন ডাক্তারের অবৈধ ইনকামের কথা শুনলে সে অনেক আত্মতৃপ্তিতে থাকবে বৈকি। বাংলাদেশের একমাত্র জবাবদিহিমুক্ত অবৈধইনকামের খাত। apnader experience share korun. http://labaid.wordpress.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।