সামুতে আমার বয়স বেশী না। যখন থেকে আছি তখন তখন থেকে এর গঠনমূলক দিক গুলোই বেশী আকর্ষন করে রেখেছিল। তখনও বিকৃত / অশ্লীল ভাষায় লেখা অনেক পোষ্ট দেখতাম। কিন্তু ভাবতাম যে ভালর সাথে খারাপ তো থাকবেই। কিন্তু দিন দিন এইসব পোষ্টের সংখা বাড়তেই লাগলো।
আমরাও দেখতে লাগলাম মডারেটরদের নির্লিপ্ততা। আর একে একে যোগ হতে থাকল বাজে শব্দের ব্যাবহারে অদ্ভুত সব অশ্লীল পোষ্ট। তবে অশ্লীলতার চরম রূপটি প্রকাশ হল আজকের জনৈক কাপালিক নামের একজনের লেখা মাইয়াগো 'মাল' ক্য় কেন? শীর্ষক একটি ব্লগে। এই ব্লগের মূল অংশ এবং মন্তব্য অংশে লেখকের দেয়া জবাব (কয়েকটি মন্তব্য ও বটে) গুলোতে ভাষার সর্বোচ্চ বিকৃত ব্যবহার সর্বস্তরে সামুর গ্রহনযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তবে উক্ত পোষ্টের বিষয়বস্তু সত্যিই ভাবার মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।