ওয়াসিকুজ্জামান অনি আজকে পত্রিকা খুলে অনেক খবর দেখলাম বেশ মনোযোগ দাবী করছে। তার মধ্যে বেসরকারী বিলাস বহুল হাসপাতাল [পাঁচ তারকা হোটেলের মত আরকি ] গুলোর দীর্ঘদিন ধরে ভন্ডামী আর রক্ত চুষে খাওয়াতে নানা প্রতিকুলতা স্মৃষ্টি হওয়ায় বেশ উল্লাস অনুভব করছি। এরা যখন টিভি বা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মানব সেবার কথা বলে তাতে আমার হাসি পায়, আমি নিজেও একজন ভুক্তভোগী তাই মোটামুটি ধারনা আছে।
আবার আরেকটি খবর পড়ে কি বলবো নিজেই বুঝতে পারছিনা, হাইকোর্ট বলেছেন পরিক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়া বন্ধ রাখা হোক, আদালতের কথা শিরোধার্য {ভয়েই বলছি, বউ বাচ্চা আলা আদমি, বিপদে পড়তাম চাইনা :p}। তবে আশা করি আদালত একে একেবারেই নিষিদ্ধ ঘোষনা করবেন এবং ভবিষ্যতে প্রমান পেলে দুর্ঘটনায় মানুষ হত্যায় যে শাস্তি তার দশগুন শাস্তি এদের দেবেন।
তবে যে খবরটি আমাকে খুব আলোড়িত করেছে তা হলো, কক্সবাজারের জেলা প্রশাষক মোঃ জয়নুল বারীর ও তার জেলা প্রশাষনের অসাধারন উদ্যোগ। তারা জেলা প্রশাষনের নির্ধারিত ইফতার বাতিল করে সেই অর্থে ১০০০ জন বন্যা দুর্গত লোককে বিরিয়ানি দিয়ে ইফতার করিয়েছেন। জেলা প্রশাষন যদি বন্যার্ত মানুষকে অভুক্ত রেখে ভুরীভোজ করতেন তাহলে এই সব সম্ভবের দেশে কিছুই হতোনা, তবে বিশাল একটা নৈতিক অন্যায় হতো বটে। যা তারা বুঝেছেন এবং এই লোভ সংবরণ করার জন্য তাদের অনেক সাধুবাদ। এমন কাজ অন্যান্য জেলা প্রশাষনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকুক, এই কামনা করি।
এটাই হলো প্রকৃত জাগরন বা উত্থান
Click This Link
আপনাদের সবাইর জন্য শুভকামনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।