আন্টিলা বিশ্বের অন্যতম দামি বাড়ি। সারা দুনিয়ার বিস্ময় আন্টিলা। ভারতের মুম্বাই শহরে অবস্থিত এই বাড়ির দাম প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। অত্যাধুনিক এই বাড়িটি ৪০০০০ হাজার স্কয়ার ফিটের ২৭তলা উঁচু একটি টাওয়ার। পেট্রোকেমিকেল জায়ান্ট মুম্বাই বেজের সিইও মুকেশ আম্বানির দালান এটি।
এটি ৫৭০ ফুট লম্বা। পার্কিংয়ের জন্য ছয় তলা রাখা হয়েছে। কারণ সেখানে আম্বানির ১৬৮টি গাড়ি থাকে মহা সাড়ম্বরে। নয়টি এলিভেটর ও প্রতিটি তলায় ব্যক্তিগত জিমনেশিয়াম আছে। বাড়িটিতে ৬০০ চাকর আছে।
এই লাঙ্ারিয়াস বাড়িটি অনেক দিন ধরে বিশ্বের সবচেয়ে এঙ্পেনসিভ বাড়ি হিসেবে পরিচিতি পেয়ে আসছে।
আটলান্টিক মহাসাগরের কল্পিত একটি দ্বীপের নামের সঙ্গে মিল রেখে বাড়িটির নাম রাখা হয়েছে। ভারতের শীর্ষতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির জন্যই নির্মিত এই বাড়িটি। বাড়িটি নিয়ে আলোচনার শেষ নেই। কেউ কেউ বাড়িটিতে হেলিপ্যাড (হেলিকপ্টার অবতরণের স্থান), সুবিশাল পাঠাগার, বিরাট খাবার ঘর, দুর্লভ মার্বেল পাথরের মেঝে, এমনকি স্নো-রুম রয়েছে এমন বর্ণনাও দিয়েছেন।
২৭ তলাবিশিষ্ট এই বাড়িটি নির্মাণে ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ হয়েছে। বাড়ির বেশ কয়েকটি তলা স্বাভাবিক উচ্চতার চেয়ে দুই বা তিনগুণ বেশি বড়। যে কারণে পুরো বাড়ির উচ্চতা আসলে ৪০তলা উঁচু ভবনের সমান। নিজের বাড়ি সম্পর্কে নীতা আম্বানি বলেন, ভারতকে হৃদয়ে ধারণ করে তৈরি করা হয়েছে এই আধুনিক বাড়িটি। বাড়ির ভেতরে বহুতল গ্যারেজ, একটি হলঘর, একটি স্পা, একটি থিয়েটার, অতিথিদের জন্য বিলাসবহুল কামরা এবং বেশ কয়েকটি উঁচু বাগান রয়েছে।
নীতা আম্বানি বলেন, সূর্যের আলোর প্রয়োজনীয়তার কারণে বাড়িটির শীর্ষতলার ডান দিকে তারা থাকেন। বাড়িটির নকশা করা হয়েছে পদ্ম ও সূর্যকে ভিত্তি করে। আর সাজাতে ব্যবহার করা হয়েছে দুর্লভ কাঠ, মার্বেল, মুক্তা ও কাচ (ক্রিস্টাল)। শিল্প নকশা করেছেন ভারতীয় কারিগররা। বাড়িটির পেছনে শুধু বিলাসিতা কাজ করেছে এমন সমালোচনা কিন্তু কম হয়নি।
অবশ্য টাকা উড়ানো ছাড়াও এই বাড়ির নান্দনিক সৌন্দর্য দেখার মতো। যা শুধু মুম্বাই নয় গোটা বিশ্ববাসীর কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।