চলুন এবার দুনিয়ার সবচাইতে বিলাসবহুল আরামদায়ক কয়েকটা জেলখানা দেখে আসি।
উপরের ছবিটা একটা জেলখানার! আজ্ঞে এটা নরওয়ের 'বাসটা প্রীজন', এটার অবস্হান নরওয়ের বাসটা দ্বীপে। কয়েদীদের থাকার জন্য এখানে ছোট ছোট কটেজ আছে আলাদা বাথরুম সহ, তাদের জন্য টেনিস খেলার বন্দোবস্ত আছে। কয়েদীরা সান বাথ নেয়, ঘোড়ায় চড়ে, মাছ ধরে, জিমে যায়।
হার ম্যাজেস্টী'স প্রীজন আডিওয়েল, স্কটল্যান্ড।
উপরে দেখছেন। এটা দক্ষিন স্কটল্যান্ডে অবস্হিত প্রাইভেট ব্যাবস্হাপনায় পরিচালিত আরামদায়ক জেলখানা। এখানে প্রচুর কাজ শেখানো হয় যাতে কয়েদীরা বেরিয়ে কিছু করে খেতে পারে।
নীচে জেলখানাটার নাম জাস্টিস সেন্টার লিউবেন, অস্ট্রিয়ায় অবস্হিত।
যদি হালকা পতলা অপরাধ করেন ধরুন চুরি তাহলে এখানে ঠাঁই হবে।
কয়েদীদের জন্য আলাদা রুম বাথরুম রান্নাঘর সব আছে। আরো আছে বাস্কেটবল খেলার জায়গা, টিভি দেখার ব্যাবস্হা।
এবার নীচে আসছে ওতাগো কারেকশন ফ্যসিলিটিজ, নিউজিল্যান্ড।
[i
এটাতে ঐ একই জিনিস মানে আলাদা রুম বাথরুম রান্নাঘর ইত্যাদি সব আছে। এরা খালি দুধ বানায় আর ক্রিকেট খেলেনা ক্রাইমও করে মনে হয়।
উপরের এটা আরানজয়েস প্রীজন, স্পেন।
অনেক সময় অপরাধীরা জেলে গেলে তাদের ছোট বাচ্চাদের খুব কস্ট হয়। সেকথা ভেবেই স্পেনিয়ার্ডরা এই জেলখানা চালু করে। এখানে কয়েদীরা তাদের আন্ডা বাচ্চা নিয়ে সপরিবারে থাকতে পারে। বাকি আর সব সুবিধাতো আছেই!
নীচের জেলখানাটি সুইজারল্যান্ডের চাম্পদোলন প্রীজন!
মোটামুটি একটা তারকা হোটেল আর কি!
উপরের সাত নম্বরটা হলো পনডক বামবু প্রীজন ইন্দোনেশিয়া।
উপরে ছবি।
এটাতে প্রত্যেক রুমে এসি, ফ্রীজ, কারাওকে মেশিন.. সব আছে।
এবার জার্মানী। এটার নাম জেভিএ ফুলেসবুটেল প্রীজন, জার্মানী। এটা হামবুর্গে অবস্হিত, দীর্ঘমেয়াদি কয়েদীদের জন্য।
দেখলেই বোঝা যায় সব আছে।
উপরের জেলখানাটার নাম সলেনতুনা প্রীজন, এটা সুইডেনে। এটাতে কয়েদীদের জন্য রান্নাঘর, বাথরুম টিভি সিসিটিভি সবই আছে।
উপরের ছবিটা হালডেন প্রীজন, নরওয়ের। লাইব্রেরী, শেয়ারড কিচেন, বিশাল বেডরুম, মিউজিক সব আছে এখানে।
উপরের ছবিটা একটা এশিয়ার দেশ ফিলিপাইনের সেবু প্রীজনের। এটা অতো বিলাসবহুল না তবে আনন্দ বিনোদনের প্রচুর সামগ্রি আর বন্দোবস্ত এখানে আছে।
বি.দ্র.: প্লিজ বিদেশে এসব দেখে আবার অপরাধ করে বসবেননা। জেলখানা জেলখানাই।
সুত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।