বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। গ্রামের পথে ঘুরে ঘুরে তুলেছি কিছু ছবি। নিজের কাছে ভাল লেগেছে। তাই শেয়ার করলাম। আশা করি তোমারও ভালো লাগবে।
মন্তব্য দিও।
১। বাড়ীর সামনে ছোট খাল। আর সেটা পার হওয়ার এই সুন্দর ব্যবস্থা। বাঁশের চার।
২। সবুজ ধানের খেতের উপর দিয়ে বয়ে যাওয়া দক্ষিনা বাতাস
৩। শীতকাল। রসের জন্য খেজুর গাছ কাটার প্রস্ততি
৪। নদী থেকে ধরে আনা পারশে মাছ।
আমি পারশে মাছ ভাজা খেতে খুব পছন্দ করি।
৫। সাঝের বেলা। নদী হতে হবে পার। হাতে টমেটোর চারা
৬।
পাকা ধানে হলুদ হয়ে আছে মাঠ।
৭। ঢোসকলমি ফুলের উপর ভোরের শিশিরবিন্দু
৮। সুন্দরবনের সামনে জেলে নৌকা।
৯।
সাপুড়ে ব্যস্ত সাপের খেলা দেখানোয়। আরো আছে কবিরাজি ঔষধ। লাগবে নাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।