ছোট বেলার কথা আমার খুব বেশী মনে পড়ে না। একটি কথা কিছুতেই ভুলতে পারি না।
তখন ছিল আমের দিন। মে মাসের ঘটনা। একদিন এক ছেলে অন্য একজনের গাছ এথেকে চুরি করে আম পাড়ছিল।
আমরা কয়েক বন্ধু মিলে তাকে খুব করে পিঠালাম। পরে জানলাম সে খুদার জ্বালায় আম খেয়েছে। আমগাছের মালিক এসে আমাদের তিরস্কার করল। আমরা আগ বাড়িয়ে এ কাজ না করলেও পারতাম। এ ঘটনা আমাকে এখনও পীড়া দেয়।
আমি শিক্ষা নিই কারো উপর হাত না তোলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।