আমি যখন আমার দুই আংগুলের নখে দেখি বিসর্জনের ছবি
তখন কিভাবে বেঁচে থাকি আমি?
আমি এই যমুনা নদে?
আর আমার ভিতর তুমি?
কেন জেগে থাকি আমি?
নর্তকীর মত নাচি কোন আনন্দে?
রক্তের মধ্যে,
রক্তের মৃত্যুর মধ্যেও
লজ্জায় আরক্ত হইনা আমি।
আমি এ কেমন মরুভূমি?
শুধু মরুদ্যান হয়ে বেঁচে থাকি?
আমার সব আংগুলের নখে জাগে এক অরণ্য গ্রাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।