আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
২০০৪ সালের পূর্ব পর্যন্ত বিজেপি অনেকদিন ভারত শাসন করেছে। তারা চেয়েছিল রবীন্দ্রর "জনগণও ভাগ্য বিধাতা" এর বদলে "বান্দে মা তারম" গানটিকে তাদের জাতীয় সংগীত করতে। কিন্তু গানটিতে হিন্দুদের ৩৩ কোটি দেব দেবীর প্রশংসা থাকায় যেহেতু তা শিরক তাই ভারতীয় মুসলমানরা এই গান প্রত্যাখান করে। তাই বিজেপির অনেকেই হুংকার দেয় যারা এই গান গাইবে না তারা রাষ্ট্রদ্রোহী ও ভারতে থাকার অধিকার নেই। তারপর অবশ্য ক্ষমতায় কংগ্রেস চলে আসে।
উপরোক্ত ছবিটি ভারতের গুজরাটে রাজ্যের আহমেদাবাদে এক মুসলিম পিতা-মাতা তার সন্তানকে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে স্কুল কতৃক আয়োজিত অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে। কে কত সুন্দর ভাবে শ্রীকৃষ্ণ সাজতে পারে। শুধু গুজরাট বিজেপি ও কুখ্যাত নরেন্দ্র মোদীর ঘাটি হিসেবে নয় সারা ভারতে প্রায়ই পুজা সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নানা ভাবে মুসলমানদেরকে প্ররোচিত ও মানসিক ভাবে চাপ দেওয়া হয়। তা না হলে জঙ্গী, জিহাদী ও আই.এস.আই এর সমর্থক তথা ধ্যাণ ধারণার অনুসারী বলা হয়। রমজান মাসেও কিভাবে ভারতীয় মুসলিম পরিবার শিশু সন্তানকে শ্রীকৃষ্ণ সাজিয়ে গুজিয়ে নিয়ে যায় তা ভাবতেই গা শিউরে উঠে।
ভারতে বিজেপির এতই প্রভাব যে তারা রীতিমত নরেন্দ্র মোদীকে পার্টির প্রধান করা সহ সরকারে আসলে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী করার কথা বলছে;
Click This Link
আমাদের দেশে ভারতপন্থী বুদ্ধিজীবি কবির চৌধুরী, প্রয়াত ওয়াহিদুল হক, আগাচৌ প্রায়শই দুঃখ প্রকাশ করেন কেন ভারত ১৯৪৭ সালে বিভক্ত হয়েছিল। আল্লাহর কাছে অসংখ্য কোটি শুকরিয়া আমাদের ৫৬ হাজার বর্গমাইলের মুসলমানদেরকে রক্ষা করেছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।