আমাদের কথা খুঁজে নিন

   

উগ্র কমিউনিষ্ট এবং উগ্র মুসলিমদের নিয়ে দুই ধরণের নীতি কেন?

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com

মাওবাদী, নকশালী এরা আসলে চরমপন্থী কমিউনিষ্ট। যেমন সি.পি.আই.এম, সি.পি.আই কমিউনিষ্ট মতবাদে বিশ্বাসী ঠিক তেমনি এরাও। ভারতের সন্ত্রাসবাদী হামলার বেশির ভাগ করে মাওবাদী, নকশালরাই। পুলিশ মারা, নেতা মারা, সাধারণ মানুষের উপর অত্যাচার, রেল লাইন কেটে দুর্ঘটনা ঘটানো, আর্মি-বিএসএফ মারা, এমনকি বেশ কয়েকজন বড় বড় নেতাকেও মেরেছে এরা। এসব প্রতিদিনই খবরে শুনি।

পশ্চিমবঙ্গ, ঔড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার এবং অন্ধ্রপ্রদেশে খুবই মজবুত এরা। কিন্তু মজার ব্যাপার হল এই চরমপন্থী কমিউনিষ্টদের কারণে কখনোই সি.পি.আই.এম বা সি.পি.আইকে কিছু শুনতে হয়না। কেউ কমিউনিষ্টবাদকে গাল দেয়না। কেউ মনে করেনা যে মাওবাদী নকশালরা কমিউনিষ্ট হয়ে সন্ত্রাসী কাজকর্ম করছে সি.পি.আই.এমও তো করতে পারে। কেউ এমন ভাবেনা।

উলটো বলে আরে ভাই ওরা হল চরমপন্থী আর এরা তো নরমপন্থী। আমার কথা হল পৃথিবীতে ১৮০ কোটি মুসলিম, প্রতি চার জন মানুষের একজন মুসলিম। এর মধ্যে চরমপন্থী কতজন? তর্কের খাতিরে ধরে নিলাম এক লক্ষ মুসলিম সন্ত্রাসী বা চরমপন্থী। তাহলে এই কয়েকজন লোকের জন্য একশ উনাশি কোটি নিরানব্বই লক্ষ্য নরমপন্থী, মধ্যমপন্থী মুসলিমদের কোন যুক্তিতে অপমানিত করছেন? সন্দেহ করছেন? সমালোচনা করছেন? গ্রেফতার করে জেলে ঢোকাচ্ছেন? ফ্লাট বা ঘর ভাড়া দিতে ভয় পাচ্ছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.