মন ভাল নেই... যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার বিরুদ্ধে সমালোচনাকারীদের শয়তানের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “যোগাযোগ মন্ত্রণালয় অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। যারা আমাকে ধাক্কা দিতে চান তারাই ধাক্কা খাবেন। আমার কোনো সমস্যা হবে না, তাদেরই সমস্যা হবে।” তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আমি রেল ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করছি। আগামী ২০১৩ সালের মধ্যে রেল খাত হবে দেশের সবচেয়ে শক্তিশালী ও উন্নত যোগাযোগ মাধ্যম। ইতিমধ্যে রেলের বিভিন্ন সংস্কার হয়েছে।” রোববার বিকেলে রংপুর এক্সপ্রেস উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।