আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাম্য সািলস এবং কিশোরীর আত্বহত্যা

জীবনেক সহজভােব েদথেত চাই নামটা তার না হয় জানলেন। বয়স ১৫। দশম শ্রেনীর ছাত্রী। বাবা মারা গেছেন ২ বছর আগে। NGO থেকে িকছু দিন আগে ৩ টা ছাগল পেয়েছিল তার পরিবার।

িনজেদের ছিল ৩ টি। ৬ টি ছাগল দেখভাল করত মেয়েটি। প্রতিবেশির চারা আম গােছর পাতা খেয়ে ফেলে ১ িট ছাগল। এতে প্রতিবেশি মেয়েটির পােয় লাঠি দিেয় কয়েকটি আঘাত করে। অভিমািন প্রতিবাদী কিশোরী প্রতিবেশির দিকে মুঠোফোন ছুড়ে মাের।

পরে গ্রাম্য সািলস কিশোরীেক দোষী সাবস্ত করা হয় এবং প্রতিবেশীর পা ধরে মাপ চাইতে বলা হয়। কিশোরী মাপ চাইতে অস্বীকার করলে মাতব্বর তােক চড় মােরন এবং পা ধরে ক্ষমা চাইেত বাধ্য করেন। সমবয়সী এবং এলাকাবাসীর উপন্থিতিেত এ ঘটনা ঘটায় মেয়েটি অপমানিত বোধ করে এবং কান্নাকািট করে পরে ঘরে এসে ও কান্নাকািট করে ও এক পর্যােয় আত্বহত্যা করে। প্রাম্য সালিশের জের ধরে কিছুিদন আগে সমাজচু্ত হওয়ায় ৪ সন্তান সহ েট্রনের নিচে ঝাপ দিেয়ছে এক মা । ঘটনায় মাসহ ২ সন্তান প্রাণ হারায় ।

এ সকল সািলস আইনের চোেখ কতটা গ্রহণযোগ্য? এর ভিত্তি িক? সালিশে কি কাউকে সমাজচু্ত বা পা ধরে ক্ষমা চাইবার নিয়ম আছে? প্রচলিত আইন কি তা সর্মথন করে? এই সালিশ গুলো supervise করেছে কারা? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.