এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
একটি গ্রাম্য হটে গিয়েছিলাম কোন কাজে, সাথে ছিল আমার প্রিয় ক্যামেরা ।
আর ক্যামেরায় ধারণ করা কয়েকটি ছবি নিয়েই আমার আজকের ফটোব্লগ ।
পান-সুপারী, তামাক, সাদা, চুন সব পাবেন এখানে ।
পিঠে-পায়েস খাবেন ? এখানে রয়েছে গুড়
নতুন বই কেনার জন্যও এখন আর লাইব্রেরীতে যাওয়ার প্রয়োজন নেই ।
বীজ ভান্ডার
কাটলারী সামগ্রী
বুট-বাদাম
পান্তা ফুরানো নুন
বাঁশ-বেতের কারসাজি
হাটে হাঁড়ি ভাঙ্গতে হলে আপনাকে এখানে আসতে হবে
এইগুলি কেউ চিনলে আওয়াজ দিয়েন
ঝাড়ু
পলি
...........
ন্যড়াদের যেখানে যেতে মানা
মেলামিন
চাড়া
বাঁশের তৈরী সামগ্রী
কাঁচা হলুদ
কাঁচা-পাকা টমেটু
মরিচ পাহাড়
যে আমারে বৈরাগী বানাইলো
সিম
গুণহীন একটি সবজী
কুমড়ো
তেতুল, কারো জীবে জল আসলে নিজ দায়িত্বে সামলাবেন
গামছা, গ্রাম বাংলার অপরিহার্য অনুষঙ্গ ।
শুকনো খেয়াঘাট
সব শেষে একগ্লাস ঠান্ডা আখের রস ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।