আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রুপকথা (গ্রাম্য কুকুর)



অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট দেশে ছিল এক ছোট্ট এক গ্রাম। গ্রামের পাহাড়ার জন্য রাখা হয়ে ছিল ২ কুকুর কে। তারা মিলে মিশে ভালই পাহাড়া দিত যদি না সেই গ্রামের মানুষ কুকুরদের মধ্যে প্রভু ভক্তির বদলে লোভ তৈরী করত। তারা যে কুকুর বেশি জোরে ঘেউ করে আওয়াজ তুলত তাকে বেশী খাবার দিত আর যে আওয়াজ করত না তাকে খাবার দিত না।

পেটের দায়ে কুকুর গুলো শেষে পাহাড়া বাদ দিয়ে শুরু করল ঘেউ ঘেউ করা। তারা এখন কারনে অকারনে ঘেউ ঘেউ করে খাবারের আশায়। গ্রামের মানুষ শান্তিতে ঘুমানোর আশায় তাদের দুজনকেই খাবার দেয়া শুরু করে কিন্তু যত দিন যায় তাদের খাবারের চাহিদা বাড়ে কিন্ত ঘেউ ঘেউ তো কমে না। এদিকে ২ কুকুর চিন্তা করে যদি কোন ভাবে অন্য টাকে শেষ করে দেয়া যায় তাহলে পুরো গ্রামের খাবার তার! সেই আশা ২ কুকুরই চায় যাতে অন্যটাকে সরিয়ে দেয়া যায়। এদিকে গ্রামের মানুষ যে দাতাল শুওর আর হায়েনার হাত থেকে পাহাড়া দেয়ার জন্য রেখেছিল এই কুকুরদের তারা এসে মন্ত্র শোনায় এই কুকুরদের।

তাদের সাথে সন্ধি করে এই বলে যে যদি আমার সাথে থাক তাহলে বাকীটাকে আমরা সরিয়ে দেব। আর সাথে দেব আমাদের কাছে থাকা খাবার। শুওর আর হায়েনা তাদের ঝোলা থেকে একটু গন্ধ শুকতে দেয় কিছু পচা গলা মাংশের আর হাড়ের। আর তাতেই কুকুরদের তেজ যায় বেড়ে। তার স্বরে ঘেউ ঘেউ করে উঠে সাথে হায়েনার আর শুওরের হিংস্র আওয়াজ।

পাগলা কুকুর, দাতাল শুওর আর হিংস্র হায়েনার আওয়াজে অতিষ্ট যখন গ্রামবাসী তখন শুরু হয় খাবারের জন্য গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে এই সব পশুর হামলা। যেই শান্তির আশায় পাহাড়ায় বসিয়েছিল এসব কুকুরদের, সে শান্তি তো গেছেই সাথে গেছে রাতের ঘুম। উপরি পাওনা হিসেবে গেছে নিজেদের বাসা-বাড়ির নিরাপত্তা!! কিন্তু এর থেকে রক্ষা করবে কে তাদের!? (সমস্যা হল গ্রামবাসী সবাই নিজের নিরাপত্তা নিয়ে এতি চিন্তিত যে তারা বুঝতেই পারছে না যে সবাই মিলে চাইলে এদের তাড়িয়ে দেয়া যায়। যদি সবাই তারা এক হয়ে ধাওয়া দেয় তাহলেই এদের এই অত্যাচার থেকে মুক্তি মিলবে। একা একা নিজের বাড়ি পাহাড়া দিয়ে এতগুলো যন্তুর হাত থেকে মালামাল রক্ষা করা কঠিন।

আর যদি অপেক্ষা করে কোন দিন কোন বীর এসে মেরে দিয়ে যাবে এদের তাহলে এদের থেকে কোন দিন মুক্তি মিলবে না। উল্টো এদের বংশ দিন দিন বৃদ্ধি ই পাবে। গ্রামটাই হয়ে যাবে পরে শুওর কুকুর আর হায়েনার! )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।