১.
২০০০ সাল আসার আগ থেকেই সবার মনে নানা রকম জল্পণা কল্পণা শুরু হয়ে গেল। ভাবখানা এমন যেন ১ জানুয়ারি,২০০০ থেকেই পৃথিবীর সব কিছু এক নিমিষে বদলে যাবে। কিন্তু তেমন কিছুই ঘটল না। তবুও নতুন সহস্রাব্দর প্রথম বছর হিসেবে বছরটি সবার কাছেই গুরুত্বপূর্ণ ছিল। আমার ক্ষেত্রে অবশ্য অন্য একটি কারণে বছরটির বিশেষ তাৎপর্য আছে।
এ বছর আমি উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরুই। নতুন সিলেবাসের প্রথম গিনিপিগদের মধ্যে আমি একজন। ফলাফল বিপর্যয়ের মধ্যেও আমি পাস করি, সাদামাটা প্রথম বিভাগ নিয়ে। যদিও আমার ফেইল করাটাই অধিক যুক্তিসঙ্গত ছিল।
তো, ফলাফলের ঘাটতিটা পুষিয়ে নেবার জন্য আমি জানপ্রাণ দিয়ে পড়তে থাকি।
কোথাও ভর্তি তো হতে হবে, নাকি? আহা, এই পড়াটাই যদি তিনটা মাস আগে পড়তাম!
সেবার মানে, ২০০০ সালে সবার আগে ভর্তি পরীক্ষা হয়েছিল জাবিতে। ভর্তি পরীক্ষা দেবার জন্য সুমনা আপুর হলে থাকব বলে ঠিক করলাম। কিন্তু পরীক্ষা শুরু হবার আগের দিন দেশে মারাত্নক ঝড় আঘাত হানে। অনেক ঝঞ্ঝাটের মধ্যেই আমরা হলের উদ্দেশ্যে রওনা দেই।
সন্ধ্যের সময় আমরা হলে পৌঁছাই।
জাহানারা ইমাম হল, রুম নং—উমমম। কত যেন আজ আর মনে নেই। দুইশ দিয়ে শুরু। দোতলায় ছিলাম এটাই মনে আছে। কত দ্রুত সব ভুলে যাচ্ছি!
ঝড় দেশের বিদ্যুৎ ব্যবস্থার মাজা ভেঙ্গে দিয়ে গেছে।
ফলাফল হলে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নেই মানে পানি নেই। সারাদিন ঝরঝর বৃষ্টি একদম শীত নামিয়ে দিয়েছে।
তল্পিতল্পা নিয়ে আমি সুমনা আপুর পিছে পিছে, হলের চার প্যাঁচের সিঁড়ি পার হয়ে রুমে ঢুকি। শুধু আমি না, আমার মত আরো অনেক পরীক্ষার্থী আর তাদের অভিভাবকেরা এসেছে হলে থাকতে।
বিদ্যুৎ, পানির এই দূর্যোগে হলের ছাত্রীরা বেশ বিপদেই পড়ল। নেহাত ভদ্রতার খাতিরে তারা আমাদের কিছুই বলছে না।
পর্ব ৩ ঃ Click This Link
পর্ব ৪ঃ Click This Link
পর্ব ৫ঃ Click This Link
পর্ব ৬ঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।