আপাতত শূণ্য পুরনো ... অনেক পুরনো কথা !!
.
.
.
.
.
.
এই ব্লগের মডারেশনের নিয়মটা ঠিক কেমন ?
কোন ধরণের পোস্ট করলে এখানে ব্লক কিংবা ব্যান করা হয় ?
মডারেটরদের কাছে অশ্লীলতা, সৃজনশীলতা আর ব্যক্তি স্বাধীনতার সংজ্ঞা কি ?
ব্লগের নীতিমালায় লেখা আছে –
২খ.
যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে।
এক্ষেত্রে একটা আক্রমণাত্মক বা উস্কানীমূলক পোষ্টের ক্ষেত্রে মডারেটররা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তা সরিয়ে দেওয়ার কথা বলেছেন । কিন্তু বাস্তবে কি এটা পুরোপুরি কার্যকর করা হয় ? দেখা যায় রাজনৈতিক ভাবে কিছু আপাত স্পর্শকাতর পোষ্টের ক্ষেত্রেই কেবল এই নীতিগুলো অ্যাপ্লাই করা হয় , লেখা সরিয়ে দেয়া হয় প্রথম পাতা থেকে । মাঝে মাঝে অতি নিরীহ কিছু লেখাও কোন এক অদ্ভূত কারণে হারিয়ে যায় ।
কিন্তু মডারেটরদের চোখ এড়িয়ে যায় ধর্ম নিয়ে কুৎসিত আর অশালীন কথায় পূর্ণ পোস্ট গুলো ।
মূলত এই সব পোষ্টের মূল টার্গেট থাকে ইসলাম ধর্ম , তবে মাঝে মাঝে অন্য ধর্ম যেমন – হিন্দু ধর্মকে নিয়েও কুৎসিত পোষ্ট দেখা যায় । এই ব্যাপারে মডারেটরদের উদাসীনতা নিয়ে পূর্বেও অনেক লেখা লিখেছেন অনেক ব্লগার , কিন্তু তাতে কোন লাভ তো হয়-ই নি , উল্টো সেই কুৎসিত আর অশালীন লেখার লেখকরা এসে সদম্ভে তাদের উপস্থিতি জানান দিয়ে যায় স্বভাবসুলভ বাজে উক্তি দিয়ে । হয়তো আমার এই লেখাও একই পরিণতি পাবে ।
এক্ষণে আমার দুটি কথা আমার সমমনা ব্লগারদের প্রতি :
গতানুগতিক বাণিজ্যিক ধারার বাংলা সিনেমা গুলো আমাদের ভালো লাগেনা , তাই এগুলোর কথা উঠলে আমরা মুখ বাঁকাই , এইসব সিনেমা দেখিনা ।
একই ভাবে এইসব নিম্ন মানসিকতার ব্লগারদের ক্ষেত্রেও আসুন একই রকম ফর্মুলা খাটাই ।
এদের লেখা গুলো পুরোপুরি ভাবে বর্জন করি অর্থাৎ আমরা এদের যেকোন প্রকার লেখা পড়া থেকে বিরত থাকবো ,শিরোনামে হিট পর্যন্ত করবো না । অনেকে বলতে পারেন এসব ব্লগার মাঝে মাঝে কিছু উপকারী পোষ্ট দেন , যেগুলো পড়া যায় । কিন্তু আমার মনে হয় যে খারাপ তার সব কিছুতেই কোন না কোন ভাবে শয়তানী মিশে থাকে । তাছাড়া আমরা তো জানিই যে , দুর্জন বিদ্বান হলেও সর্প অপেক্ষা পরিত্যাজ্য ।
ভেবে দেখুন , ব্লগে এই টাইপ ব্লগারের সংখ্যা খুবই হাতে গোণা ।
আমাদের সংখ্যাই বেশি , অনেক বেশি । আমরা যদি ওদেরকে ব্লক করি , ওদের লেখা না পড়ি , কোন রিয়েকশন না করি তবে ওরা লিখে আর বিকৃত মজা পাবেনা । মূলত , ওদের উদ্দেশ্যই থাকে আমাদেরকে খেপিয়ে দিয়ে মজা লুটা আর তর্কাতর্কির ছুতোয় আমাদেরকে ওদের স্তরে নামিয়ে নেয়া । এদের সাথে তর্ক করেও আপনি কোন সুফল আশা করতে পারবেন না ... বোঝাতে পারবেন না কিছুই । এরা এপর্যন্ত কোন তর্কে বিরোধী পক্ষের কোন কথা মেনে নিয়েছে এমন নজির নেই ।
তো ! স্রেফ দূরে থাকুন এইসব নষ্ট হৃদয় গুলো থেকে , দেখবেন একদিন এরা ব্লগ থেকে হারিয়ে যাবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।