আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বলেছে 'পরিমলের দৃষ্টান্তমূলত শাস্তি হওয়া উচিত'

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের অনুসন্ধান শেষে জমা দেয়া প্রতিবেদনে পরিমলকে দোষী সাব্যস্ত করেছে। এখন দেখা যাক এটিও দেশের আর দশটি তদন্ত প্রতিবেদনের মত হয় না প্রকৃতার্থে ঐ বিকৃতরুচির কালপ্রিটের শাস্তি হয়। অধ্যক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ব্যার্থতার অভিযোগ করেছে তদন্ত কমিটি। এখন দেখো যাক তার বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরকে দায়ী করে তদন্ত কমিটি বলেছে, পরিমলের মতো শিক্ষক নামধারী পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত দল শিক্ষা মন্ত্রীর কাছে তদন্ত কমিটির প্রতিবেদন হস্তান্তর করেন। ভিকারুন নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করে। শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, ২২ দিন তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। নাহিদ বলেন, "পরিমলের বিরুদ্ধে ঘটনার সতত্যা নি:সন্দেহে পাওয়া গেছে। পরিমল শিক্ষক নাম ধারণ করে পাষণ্ড কাজ করেছে বলে তদন্তে বলা হয়েছে।

তার দৃষ্টান্তমূলক বিচারের জন্য সুপারিশ করা হয়েছে। " মন্ত্রী জানান, তদন্ত দল শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীসহ ১৮ জনের বেশি সাক্ষীর সঙ্গে কথা বলে ২৪ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তৎকালীন পিন্সিপাল ওই ঘটনায় ব্যবস্থা নিতে বিলম্ব করায় অনেক বেশি জটিলতা তৈরি হয়েছিলো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.