আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ২৮ অক্টোবর এবং ছাগু-কুত্তা-শুয়োরদের মাঝে মনুষত্বের আত্মগোপন।

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। #) শুয়োর(আলীগ) দিয়ে কুত্তা (ছাগু) মেরে গৌরবের কি আছে ? কুত্তা+শুয়োর দুইটাই খারাপ। বুঝলাম না... মানুষ কুত্তাকে (ছাগু) সমর্থন করেনা, কিন্তু শুয়োরকে পছন্দ করার কী আছে? সবই একই রকম... কেউ তো আর কম ক্ষতি করেনি এদেশের। বরং আপনারা যারা কেবল কুত্তাকে অপছন্দ করছেন, তারা শুয়োরকেও অপছন্দ করুন। নিজেকে শুয়োরের দলভুক্ত করবেন না। আমার পোষ্টের উদ্দেশ্য সকল অপরাধীকে ঘৃনা করা, এদিনের নিহত এবং হত্যাকারী উভয় দলই অপরাধী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।