do good “এই ডার নাম যদি ডিজিটাল হয় তাইলে এই ডিজিটাল হামার দরকার নাই, শেখের বেটির কাছে কি হামরা মাগনা খাবার থাকবার চাছু ,হামরা খালি চাউ ঠিক মত ইস্কাডা চালাও বাড়িত ঠিকমত যাবা আর ঈদডা হামার বাড়িত হবে কিনা কাই জানে, রাস্তালার যে অবস্থা ”- জনৈক ভ্যান চালক, টংগী বাজার সড়ক মহাসড়ক গুলোর নাকাল অবস্থা কিন্তু এখনও কাটেনি,দায়সারা ভাবে কোন রকম ইট বালি দিয়ে রাস্তার মাঝের গর্ত গুলো ভরাট করা হচ্ছে , আদৌ তা আমাদের পরবর্তী আরেকটি বড় বৃষ্টিকে মোকাবিলা করতে পারবে কিনা সন্দেহ আছে । যোগাযোগ মন্ত্রীর যেভাবে তুলোধুনো হয়েছে তার দলীয় সাংসদ দের দ্বারা তাতে উনার আর কি থাকে ? উনার উচিত ছিল পদত্যাগ করা এবং এই মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া উচিত ছিল এমন একজন কে যিনি জনগনের কথা ভাবেন এবং দেশের কথা তথা ডিজিটাল এই সরকারের মান সম্মান নিয়ে ভাবেন , যিনি দামী গাড়িতে বসে হওয়ার উপর কথা বলেন না । আমাদের দেশে এমন জনবান্ধব নেতার খুব অভাব রয়েছে , যার ফলে এত কিছুর পরেও গন্ডারের চামড়ার মত কিছুই গায়ে লাগে না । হলে তারা একটু হলেও সাধারণ মানুষের কথা ভাবতেন, আমাদের দেশের মানুষেরা কি চায় ? বিনামুল্যে খাওয়া পড়া থাকা ? না তারা তা চায় না , খুব অল্প তে খুশি থাকে আমাদের দেশের আমজনতা , তারা তাদের প্রাত্যহিক জীবন যাপন ঠিক্ঠাক মত করতে পারবে এই চাওয়া কিন্তু প্রতি টি ক্ষেত্রে আমাদের সিস্টেম গুলো এমন যে টাকা বরাদ্দ হয় ঠিকই ,কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয় ঠিকই কিন্তু প্রকৌশলী ঠিকাদার আর দলীয় লোকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সর্ব সাধারনের কাজকিছুই হয় না , খোজ নিলে জানা যাবে এই ভগ্ন করুন রাস্তা মেরামত ও তা রক্ষনাবেক্ষনের জন্য কাড়ি কাড়ি কোটি কোটি টাকা গচ্চা দেয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি হয়েছে মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থ রক্ষা ।তাহলে মানুষ কী করে ভাল থাকবেন , গরীব ভ্যান চালক রাজনীতির কিছু বোঝেন না তিনি বোঝেন শুধু মাত্র ভালভাবে খেয়ে পড়ে বেচেঁ থাকা এই টুকুই চাওয়া তাও যদি পুরন না হয় তবে সরকারের প্রতি কিভাবে তাদের আস্থা থাকবে , আমাদের রাজনীতি বিদ্ রা এত বেশি বাস্তবতা বিবর্জিত কেন ? তারা কিন্তু এই বিষয় টি খুব ভালভাবেই জানেন এবং বোঝেন তারপরেও ক্ষমতায় গেলে তারা হয়ে যান অন্য গ্রহের বাসিন্দা , সাধারন মানুষেরা তার চিন্তার বাইরে থাকেন, তিনি তখন নিজেকে নিয়ে এত বেশি ব্যতি ব্যস্ত থাকেন যে ফলশ্রুতিতে আমরা ঠিক পরের নির্বাচনে দেখতে পাই যে তিনি এমনভাবে হেরেছেন যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ! এই খেলা কিন্তু আমরা ৯১ এর নির্বাচন থেকে সর্বশেষ নিইর্বাচন পর্যন্ত দেখলাম ,কিন্তু এটা থেকে আমাদের রাজনীতিবিদ রা বিন্দু মাত্র কিছুই শিখছেন না ? যেটা একজন সাধারন ভ্যান চালক ও বোঝেন অথচ যাদের বোঝা উচিত তারাই নাকে তেলদিয়ে ঘুমাচ্ছেন আর যখন ঘুম ভাংছে তখন আর কিছুই থাকছে না । মাননীয় প্রধান্ মন্ত্রী আপনার কাছে সবিনয় অনুরোধ এই সড়ক মহাসড়ক গুলোর পুনঃনির্মান ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব জরুরী ভিত্তিতে সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কে দিন, আমরা আশাবাদী যে সেনাবাহিনী এই কাজ টি অত্যান্ত দক্ষতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে স্বল্প সময়ের মধ্যেই , যেটা এই মুহুর্তে সবচে বেশি দরকার ,তাহলে হয়ত জনগন তথা সাধারন মানুষ স্বস্তিতে বাড়ি তে স্বজন দের সাথে ঈদ পালন করতে পারবেন এবং আপনার ও আপনার সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে , আর যদি তা না হয় তাহলে সড়ক বিভাগ, মন্ত্রনালয় আর ঠিকাদার, প্রকৌশলীদের ঠেলাঠেলি তে রাস্তার অবস্থা সত্যি সত্যি কেরোসিন হয়ে যাবে , যানযট ও দূর্ভোগে নাকাল হয়ে দেশের মানুষ এই সরকারের প্রতি অসহিষ্ণু হয়ে উঠবে এবং আপনার প্রতি সাধারন মানুষের যে আকাঙ্ক্খা যে ম্যান্ডেট তা কিছুটা হলেও ব্যাহত হবে ।.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।