বেহাল
অচেনা যত কীট খুঁড়েছে জটিলতম বাঁক,
ক্ষতস্থানে সিলমোহর অথচ নির্বাক।
কারণ সেটাই চুক্তি ছিল। এখানে বারোমাস,
পুঁজ রক্ত জ্বালার সাথে নিয়ত সহবাস
করতে হবে। সইতে হবে ব্লিচিং পাউডারও।
সেটা ক্ষণিক শান্তিজল।
(বুঝতে যদি পারো!)
ভিখিরি নেই। পাড়াটা খুব শান্ত অভিজাত।
কর্পোরেশন গাড়ি এলে লুকিয়ে হাত পাতো।
এক পশলা বৃষ্টি মেখে শহর আজ ভেনিস।
ঢেউ ভাসায় গৃহস্থালি।
কুড়িয়ে নিবি ... যে নিস!
কে কাকে আজ আড়াল করে! সবাই দুর্গত
চেনা সকল কীট ঢাকছে, অচেনা কিছু ক্ষত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।