গণতন্ত্র মানেই হল বাকস্বাধীনতা । কোন দেশে গণতন্ত্র মানে বুঝায় সে দেশের মানুষের বা জনগণের বাকস্বাধীনতা থাকবে । থাকবে আপন চিন্তার মুক্ত বহিঃপ্রকাশ । কিন্তু সেই মুক্ত বহিঃপ্রকাশে যখন সরকারের বা রাষ্ট্রপ্রধানের ছায়া পরে নষ্ট করে দেয় কিংবা তার আপন চিন্তার জন্য তাকে শাস্তি পেতে হয় তাহলে বলা যায় একনায়কতন্ত্রের আবির্ভাব ।
কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল তার ফেইসবুক স্ট্যাটাস এ শেখ হাসিনার মৃত্যু কামনা করে স্ট্যাটাস দিয়েছিলেন ।
তিনি লিখেছেন >
"পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?"
> "পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স! কোন সভ্য সমাজে কি চিন্তা করা যায়? পুরো পৃথিবী যেখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া কঠিন করছে, সেখানে হাসিনা সরকার পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে!!!"
তাই বলে উনাকে আইনের শাস্তি ভোগ করতে হবে ? আমাদের কি মত প্রকাশের স্বাধীনতা নেই ?
কি আর বলব ? বোবা হয়ে যাওয়াটাই মনে হয় ভাল হবে এই দেশে ।
ছোট বেলায় ইস্কুলে লাইন এসেম্বলিতে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাইতে হত । (যদিও পারতাম না মুখস্ত) তখন হয়ত মানে বুঝতামনা এই জাতীয় সঙ্গীতের । হৃদয়ে রবীন্দ্রনাথের সে সঙ্গীত অনুভূতি না জাগালেও এখন ঠিকে অনুভব করি দেশের প্রতি নিজের ভালবাসা কে । গর্ব হয় আমার সোনার বাংলা জন্ম নিয়ে ...।
। কিন্তু ?? কিছুক্ষণ পরে ঠিকে ভাটা পরে সে গর্বে । যখন দেখি নিরপরাধ অমূল্য প্রান গুলো অকালে ঝরে যায় কার অবহেলায় , অথবা যখন মনে হয় আমার সোনার বাংলাকে কেউ নিজ স্বার্থের বিনিময়ে পরের কাছে বিক্রি করে দেয় । চাপা কষ্ট অনুভূত হয় যখন দেখি আমার মাতৃভূমিকে কলুষিত করছে কিছু মানুষরূপী চামড়ার আবৃত দেহ । ।
আফসোস । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।