আমাদের কথা খুঁজে নিন

   

মূল্যহীন জীবনের ভর

ভালো লাগে লিখতে তাই লিখি..............

একলা বসে আমি সম্মুখে খোলা প্রান্তর দিশেহারা নই তবে মন বড় ক্লান্ত। অসহায় আমি আজ মিলাতে পারিনা জীবনের অঙ্কটা পাওয়া না পাওয়ার সমীকরণে ভারী হয় না পাওয়ার পাল্লাটা। এত যে বেঁচে থাকার লড়াই জীবন-যুদ্ধ সবই যেন মনে হয় আজ ব্যার্থ জীবনের জন্য করেছি কেন এত কষ্ট উত্তর মিলেনা সে প্রশ্নের যর্থাত । যাদের জন্য দিয়েছি বিসর্জন নিজেকে করেছি বঞ্চিত আমার প্রয়োজনে আসেনি তারা করেনি হাত প্রসারিত। যাদের জীবনে ভেবেছি আপন তারাই করেছে পর একাকী পারিনা আর বইতে মূল্যহীন জীবনের ভর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।