আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সংযম!

মানুষ বাচেঁ তার কর্মে! আঠারো রোজা শেষে যা দেখেছি এবং বুঝেছি...তা হলো মানুষ সংযমী হতে গিয়ে আরো যেন অসংযমী হয়ে যায়...বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে!!! এটা টের পাওয়া যায় দুইটা বিষয় খেয়াল করলে- এক- ইফতারি কেনার সময় মানুষের যে ব্যাঘ্রতা দেখি! একজন রে ধাক্কা মাইরা আরেকজন আগে যায়গা! মনে হয় বাজারে যা আছে সবই হের লাগবো!? -আরেকটা হল একেক জনের ভুড়ির সাইজ! আরেব্বাস! মনে হয় পুরা ভারতবর্ষ হেইডার ভিতরে জায়গা লইব!! বিঃদ্রঃ এটা একটা ফান পোস্ট। কেউ সিরিয়াসলি নেবেন না...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।