বেদনা থাকেনা তো বেশিদিন
বেদনার পরে আসে সুখটা।
একথাই চিরদিন দু:খীদের
বিশ্বাসে ভরে তোলে বুকটা।
অভিমানে কেউ যদি কোনদিন
মরনের পথে হাটে উল্টা
ওপারেও পাবেনা তো সুখ সে
হিসেবেই হয়ে গেল ভুলটা।
সংযম এনে দেয় চিরদিন
গোলাপের কাংক্ষীত ফুলটা
তাই বলি সংযম করে যাও
মিলে যাবে বিজয়ের কূলটা।
৩৩২, মওলানা ভাসানী হল, জাবি
১৭.০১.১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।