আমাদের কথা খুঁজে নিন

   

এবার তামিলনাড়ুতে খাদ্যে বিষক্রিয়া

তবে কারোর অবস্থাই গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে দেশটির বিহার রাজ্যের ছাপরা জেলায় মঙ্গলবার বিনামূল্যে দেয়া দুপুরের খাবার খেয়ে ২৩ ছাত্রের মৃত্যু হয়। ওই ঘটনায় রাজ্যটিতে ব্যাপক বিক্ষোভ হয়।
বৃহস্পতিবার তামিলনাড়ুর স্কুলে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে এনডিটিভি জানায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্রীদের সবার বয়স ৯ থেকে ১৬।

তারা আরো জানান, দুপুরের খাবারের সাথে দেয়া ডিমটি ভাল ছিল না।
জেলা কালেক্টর আর কিরলোস বলেন, “আমরা খাদ্যের নমুনা চেন্নাইয়ে সরকারি গবেষণাগারে পাঠিয়েছি। শিগগিরই প্রতিবেদন আসার পর জানতে পারবো কোথায় সমস্যা ছিল। ”
স্কুলের ছাত্রদের মধ্যে বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ বিশ্বের অন্যতম বড় কর্মসূচি। প্রায় ১২ কোটি ছাত্র এই কর্মসূচির আওতাধীন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.