একবার আপনারে চিনতে পারলে রে , যাবে অচেনা রে চেনা কয়েকটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। গোলাম আজমের রায়টা এরকম হলো কেন? শুধুই কি মানবতা প্রদর্শন? নব্বইবছরের কাউকে ফসি দেওয়ার ক্ষেত্রে কোন আইনি বাধা কি আছে? বা শুধু বয়সের কারণে এত বড় অপরাধীর সাজা লঘু করনের কোন নজির কি আছে? আমরা কেন এত মানবিক হতে গেলাম? আওয়ামীলীগ আঁতাত করেছে বলে জোর গুঞ্জন চলছে। আঁতাতটা আসলে কার সাথে? গো আজমের সাথে পারসোনাল আঁতাত? মুজাহিদ, কামারুজ্জামান,সাঈদীকে ফাঁসি দিয়ে আর গো আজমকে বাঁচিয়ে রেখে আসলে কার সাথে আঁতাত হবে? হিসাবটা কি? কেউকি একটু বলে দেবেন? কেউ কেউ বলছেন নাটক। তো এই নাটকের থীমটা কি? উদ্দেশ্য কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।