তারা ভরা রাতের নিষাচর...
আমাদের সমাজে একসময় বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। এখন সে সময় না থাকলেও সমাজের সেসব দিন গুলোকে যেন স্মরন করিয়ে দিতে বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় 'চিকিৎসক রশিদ করিম ও তার বিবাহ বিষয়ক যাত্রা' নামের নতুন টেলিছবির আগমন। একটি টেলিছবিতে আসাদুজ্জামান নূরের চার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা ও সানজিদা প্রীতি। হোমিও চিকিৎসক রশিদ করিম চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর। আর বড়বউ ফেরদৌসী মজুমদার, মেজবউ সুবর্ণা মুস্তাফা, সেজবউ বন্যা মির্জা আর ছোটবউ চরিত্রে সানজিদা প্রীতি অভিনয় করবেন।
গল্পে দেখা যাবে রশিদ করিম যখন দ্বিতীয় বিয়ে করার কথা প্রথম স্ত্রীকে জানালেন তখন সে হার্ট অ্যাটাকে মারা যায়। তৃতীয় বিয়ের সময়ও এমনটা হয়। কিন্তু চতুর্থ বিয়ের সময় আর সেঝবউ মারা যায় না। ঘটে নানা ঘটনা। এ নাটকে মজার ব্যাপার হলো রশিদ করিমের বড়বউ পান খান, মেজব্উ বিড়ি খান আর সেজবউ খান সালশা।
এ প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, 'সৌদ ফোনে বলেছে আমাকে নিয়ে একটি কাজ করতে চায়। ভালো চরিত্র পেলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। আর সৌদের পরিচালনায় কয়েকটি কাজ আমি দেখেছিও। আগামী মাসের ১৬ তারিখ থেকে গাজীপুরে এ নাটকের দৃশ্যধারণ শুরু হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।