বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়া কাপের মধ্যে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।
৪৪তম ওভারে মাঠ ছাড়ার পর সেদিন আর ফিল্ডিংয়ে নামেননি মুশফিক। নারায়ণগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে এক্সরে করানো হয় তার। বিসিবির গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, রিপোর্টে খারাপ কিছু আসেনি।
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং জানান, বৃহস্পতিবার স্ক্যান করানোর পর মুশফিকের চোট সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মুশফিক খেলতে পারবেন কিনা তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
বুধবার মুশফিকের শতকের পরও ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় গতবারের রানার্সআপ বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।