মনিরুল@ইসলাম আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের অনেক Adult সাইট ব্লক করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি। আর সফটওয়ার দিয়ে সব সাইট ব্লক করা দুষ্কর হয়ে পরে।
কিভাবে কোন ধরনের সফটওয়ার ছাড়া সব রকম Adult সাইট ব্লক করতে পারবেন তা নিয়ে টিউনটি করা। যদি আপনাদের কোন রকম উপকার হয় তাহলে আমার টিউনটি সার্থক হবে।
১) Windows xp এর জন্য।
১ম ধাপঃ control panel ওপেন করে Network & internet connection এ ক্লিক করুন।
২য় ধাপঃ Network connections select করুন।
৩য় ধাপঃ এখান থেকে আপনার network connection select করুন। আপনার কম্পিউটারে যদি একাদিক কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি default network connection এ ডাবল ক্লিক করুন (যে নেটওয়ার্ক টি কানেক্টেড আছে সেই নেটওয়ার্কটিতে ডাবল ক্লিক করতে হবে)। অনেক গুলো network এর ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন কোন নেটওয়ার্কটি কানেক্টেড আছে সেক্ষেত্রে আপনি view menu থেকে tiles select করুন কোন network টি connected আছে দেখার জন্য।
৪র্থ ধাপঃ Properties এ ক্লিক করুন।
৫ম ধাপঃ এ উইন্ডোতে আপনি internet protocol (tcp/ip) সিলেক্ট করে properties এ ক্লিক করুন।
৬ষ্ঠ ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।
২) Windows vista এর জন্য।
১ম ধাপঃ প্রথমে আপনি control panel থেকে Network and Internet এর View network status and tasks এ ক্লিক করুন।
২য় ধাপঃ এ উইন্ডো থেকে আপনি view status এ যাবেন।
৩য় ধাপঃ ক্লিক properties।
৪র্থ ধাপঃ If u use account control enable, you need to grand permission to continue now… Select continue… (If disabled never show this message).
৫ম ধাপঃ এখানে Internet protocol Version 4 (TCP/IPv4) ক্লিক করে properties ক্লিক করুন (do not select version 6)।
৬ষ্ঠ ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।
৩)Windows 7এর জন্য।
১স ধাপঃ প্রথমে আপনি control panel থেকে Network and Internet এর View network status and tasks এ ক্লিক করুন।
২য় ধাপঃ এখানে আপনি Change adapter settings এ ক্লিক করুন।
৩য় ধাপঃ এ উইন্ডোতে আমরা সব network adapters দেখতে পাব। অনেক pc তে একের অধিক connection থাকতে পারে।
adapter (যে adapter টিতে internet connected আছে) এ রাইট ক্লিক করে properties এ যান।
৪র্থ ধাপঃ এখানে Internet protocol Version 4 (TCP/IPv4) রাইট ক্লিক করে properties এ যান (do not select version 6)।
৫ম ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন।
কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।
পূর্বে প্রকাশিতঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।