আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তা সংস্কার করতে কেন এতো দেরী

এক বিখ্যাত তস্করকে ধরতে পেরে এক পুলিশ মহাখুশী,এরকম কুখ্যাত চোরকে দরতে পারলে প্রমোশন ঠেকায় কে? খুশীর চোটে চেয়ারে বাঁধা চোরের দিকে গভীর দৃষ্টিটে তাকিয়ে চারপাশে ধীরলয়ে চক্কর কাটতে লাগলেন। এরপর হাতের লাঠিটা দিয়ে চোরের পেটে খোঁচা মেরে মধুর স্বরে শুধোলেন,"কি রে চোরা, মাইর কি রকরম খাইতে পারস?" "একদমই না স্যার" "আর বাইন্ধা পিটাইলে?" "জ্বী,সারাদিন" ভালো ভাবে মানুষজন আর সাংবাদিকরা বল্লেন রাস্তা সংস্কার দরকার।মন্ত্রি পাত্তা দিয়েছেন বলে মনে হলো না। যেই না মাননী্য় প্রধান মন্ত্রী ডেকে বিরক্তি প্রকাশ করলেন,ওমা তখুনি উনার হুঁশ হলো। আগে করলে কি এমন হতো? এটাকি আমাদের স্বভাবদোষ?না দৌড়ে ট্রেন ধরতে পারিনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।