বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। লোকটার সাথে আমার দেখা পথে। রাত হয়ে আসছিল। গ্রামের রাস্তা।
অনেকটাই অন্ধকার। চাদ উঠতে তখনো অনেক দেরী।
দেখি সামনে একটি লোক টর্চ হাতে চলেছেন।
ইয়ংম্যানরা ছাতা, টর্চ এই সব বহন করতে লজ্জা পায়। আমিও পাই।
তাই ছাতা আর টর্চ কখনো বহন করি না। তবে আজকের এই আধারে ভদ্রলোকের টর্চটি খুব কাজ দিচ্ছিল।
তার সাথে অনেক আলাপই হচ্ছিল। সেগুলো না বলে যে কথাটি আমার খুব মনে দাগ কেটেছিল তাই বলছি।
এক পর্যায়ে আমি তাকে বলেছিলামঃ চাচাজান, আপনি কি রাজনীতি করেন?
শুনে তিনি মহাগরম হয়ে গেলেন।
তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় আমার চরিত্র এতো খারাপ! আমি রাজনীতি করি?
তিনি যা বুঝাতে চাইলেন তা হলঃ তিনি এতোটা খারাপ নন যে তাকে রাজনীতি করতে হবে। অর্থাৎ সব চেয়ে খারাপ মানুষ গুলো রাজনীতি করে।
গ্রাম থেকে ফিরে আসার পর প্রবাসে বসে দেশের পত্রিকায় দেশের নানান দুর্দশায় খবর পড়ি। আসলেই তো যারা সব চেয়ে খারাপ মানুষ তারাই রাজনীতি করছে বাংলাদেশে। তাদের মধ্যে যারা আবার আরো বেশী খারাপ তারা মন্ত্রী এমপি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।