আশায় বুক বাঁধা একজন মানুষ। আমি সামু তে ঢুকি আজ প্রায় আড়াই বছর । মাঝে মাঝে ইচ্ছে হতো লিখব । কিন্তু কখনও লেখা হয় নি। আজ সাইন ইন করলাম।
ঠিক করেছিলাম জীবনের জটিল ১ টা কাহিনী আজ ই লিখে ফেলবো। কিন্তু সামুর নিয়ম আমাকে তা করতে দিলো না। অপেক্ষা ৭ দিনের । ভুলে গেলে কিন্তু মার্ডার করবো। "সামু" মামু দোষ কিন্তু তোমার ।
ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজ থেকে ... আশা করি অবশ্যই ভালো লাগবে ... মানুষ মইরা গেলে পইচা যায় , আর বাইচা থাকলে খালি পার্ট লয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।