আমাদের কথা খুঁজে নিন

   

আমিতো চেয়েছি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

আমিতো চেয়েছি শুধুএক ফালি চাঁদ মাধবী জ্যোৎস্নার আলো, নীল নীল রাত হৃদয়ে উঠেছে ঝড়, ঝরেছে প্রপাত বাড়াওনি তবু তুমি সখ্যতার হাত! নির্ঘুম প্রহর গেছে, কেটেছে প্রভাত দু'ভাগ করেছে বুক কষ্টের করাত আসোনি তবুও তুমি কেটে গেছে রাত ভেঙেছে সুখের ঘর বিরহে হঠাৎ- আমিতো চেয়েছি শুধু এক ফালি চাঁদ মাধবী জ্যোৎস্নার ছোঁয়া, মধুময় রাত। 19.01.2004

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।