---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!
আমিতো ভুলে গেছি,
আমিতো ভুলে গেছি,
বরফ গলা ঝরনার স্বচ্ছ জলের মনকারা আহবান
ঠোঁট কাঁপানো শীতের মিষ্টি উম; অধরা অপসরার
রাত ভর চাঁদের ভাবনার জ্যোস্না।
ভুলে গেছি কালের সুবর্ণ চাওয়া
সবুজ ঘাসেরর গালিচা মারিয়ে আকাশের উদার বুকে
আমি আর চাই না সেই আশ্রয়; এইতো বেশ
আশ্রয় বিনে যাপিত জীবন।
আমি আমাকে নিয়ে এখন
আমি আমার পথে ; নতুন পথে হাটি না আর
আমি আমার! হাওয়ার মত
স্বাধীন বয়ে যাওয়া।
১৪১৭@১৫ পৌষ,শীতকাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।