সামুদ্রিক বিভ্রম
প্রযুক্তি আমাদের দিয়েছে সহজ যোগাযোগ, নিয়েছে
আদানপ্রদান ভার
কেন আমরা ফিরে যাবো
ফর্মা ফর্মা লিখে যাবো নিঃসর্গের অভিমান?
অস্পষ্ট চাঁদের আলোয় ঘাস নেই
পায়ের নিচে কংক্রিটের বাড়াবাড়ি
নদীতে চর- জমি দখলের উৎকন্ঠায়-
পলায়নপর ধীবরের পেশী ভর্তি অবরোধ
কোন অরণ্যে গিয়ে লুকোবে মানুষ?
সাইবার যুদ্ধের অতিথি যোদ্ধারা
মদের নেশা পেলে পেচ্ছাব গিলে খায়
এ সব দেখেও খেজুর রসের ভাঙ্গা হাড়িতে
ফিরে যাবো কোন বিস্ময়ে?
আমিতো ধীবরপুত্র নই, কৃষিজীবি দ্রাবিড়েরা
ক্লান্ত গাভীর নিঃশ্বাসে ঠাঁই নিয়েছে বহুদিন হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।