আমাদের কথা খুঁজে নিন

   

“আমিতো নই সেই মেয়ে”



“আমিতো নই সেই মেয়ে” তোমার হাতে লাল গোলাপ, আমার হাতে নীল খাম; তুমি দিলে কাঁটার আঘাত, আমি পেলাম চিঠির দাম। তোমার মুখে মিষ্টি হাসি, আমার চোখে তোমার ছায়া, হাত বাড়ালে নেই তুমি আর, স্বপ্নে ভরা একোন মায়া? শিশির ভেজা সবুজ ঘাসে, আলতো পায়ে হাঁটলে যখন, আলতা রঙে রাঙিয়ে দিলে গোপনে আমার হৃদয় তখন। হদয় মাঝে ফুটলো যেদিন, আলতা রঙের লাল গোলাপ, বুঝে নিলাম তুমিই সেই, তোমার সাথেই জমবে আলাপ। রাত জেগে তাই কবিতা লিখে, যতন করেই দিলাম রেখে, লাল গোলাপের পাপড়ি ভাঁজে, নীল খামেতে আতর মেখে। দেখা হবে তোমার সাথে, আজ বিকেলে সেই আশাতে; উতলা মন দারুন খুশীতে, হারাবো দুজন ভালবাসাতে। দৃষ্টি আমার তোমার দিকে, কপাল বেয়ে ঝরছে ঘাম, তোমার হাতে লাল গোলাপ, আমার হাতে নীল খাম। এগিয়ে গেলাম তোমার দিকে, অবাক চোখে দেখছো চেয়ে; বললে আমায়- ভুল করেছেন, “আমিতো নই সেই মেয়ে”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।