আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালীর চেতনার পোষ্টমর্টেম

আমার দেশ বাংলাদেশ

চারিদিকে হরেক রকমের চেতনার ছড়াছড়ি। দিন দিন নতুন নতুন চেতনার উদ্ভব হচ্ছে... এইসব নব্য চেতনায় ভেসে যাচ্ছে আমাদের জাতীয় ঐক্য। আমাদের চেতনার অতীত ইতিহাস যদি কেউ পর্যবেক্ষন করে তবে সে ভয়াবহ রকমের বিভ্রান্তির ভিতর পড়ে যাবে। প্রশ্ন করবে এই জাতি আসলে চায় কি ! কালে কালে আমরা যেসব চেতনায় উদ্ভাসিত হয়েছি, আসুন তা আবার একটু মনে করি। খুব বেশি দূরে না গিয়ে নিকট অতীত থেকেই শুরু করি চেতনার ফিরিস্তি- ১) ভারতীয় হিসেবে ব্রিটিশ তাড়ানোর চেতনা ২)পশ্চিমবঙ্গের বাবুদের নাক উঁচু স্বভাব, পুর্ববঙ্গের প্রতি বৈষম্য- টিটকারি, আর "বাঙাল, চাষা-ভুষা" অপমানের বিরুদ্ধে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের চেতনা ৩) ১৯৪৭ শালে মুসলিম লিগের নেতৃত্বে ভারত থকে বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র (দুর্ভাগ্যজনক ভাবে "পাকিস্তান" ) সৃষ্টি করার চেতনা।

(আমাদের বঙ্গবন্ধু সহ এদেশের খ্যাতিমান অনেক নেতারা ওই আন্দোলনের প্রতাক্ষ অংশগ্রহণকারী) ৪) ১৯৭১ এবং ৭১ এর পুর্ববর্তী সময়ে আওয়ামীলীগ (মুসিমলীগ থেকে বের হয়ে আসা) নেতাদের হাত ধরে বাঙ্গালির সাধিকার আন্দোলনের চেতনা। (৭২ এর সংবিধানের "ধর্ম নিরপেক্ষতা" আর "সমাজতন্ত্রের" চেতনার শুরু ঠিক কবে থেকে সেটা ইতিহাস থেকে স্পষ্ট নয়। ১৯৫২ থেকে ৭১ পর্যন্ত পেশ করা ঐতিহাসিক দাবি সমূহ ২১ দফা, ১১ দফা, ৬ দফা আর বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ; কোথাও ওই শব্দ গুলো খুঁজে পাওয়া যায় না । এটা সম্ভবত বামদের মুখে আর বাকি সবার মনে মনে ছিল। ) ধীরে ধীরে প্রেক্ষাপট পরিবর্তন হয় আর আমাদের চেতনাও পরিবর্তন হয়েযায়! সময়ের সাথে সাথে রং বদলানো এইরকম বহুরূপী জাতি বোধকরি পৃথিবীতে আর একটিও নেই।

চেতনার এই হরেক রকম রদবদলের পাল্লায় পড়ে বাঙ্গালির ত্রাহি ত্রাহি অবস্থা। অবশ্য, এসব চেতনা গুলো সবই এসেছিল সময়ের প্রয়োজনে। একটি নতুন চেতনা আসার সাথে সাথেই যে সমগ্র বাঙালি জাতি সেই চেতনায় রঞ্জিত হয়েছিল এটা ভাবার কারন নেই। এটি ডারউইনের বিবর্তন মতই ধীর প্রক্রিয়া। সেই কারণেই আজ এই জগাখিচুড়ি অবস্থা।

এই দেশে ভাইয়ে ভাইয়ে রক্তপাত আর কতকাল চলবে? এই জীবনে কি একটি ঐক্যবদ্ধ বাংলদেশ দেখে যাবার সৌভাগ্য হবেনা ?? কেউ কি আছে এই জাতিকে শক্তিশালী চেতনা নাশক প্রয়োগ করে অন্ততঃ আগামী ২৫ বছরের জন্য "কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার চেতনা" ছাড়া বাকি সব চেতনা বিলোপ করে দিতে পারবে??? --- শেষ--- [আওয়ামীলীগের সাথে মুসলিমলীগের প্রসঙ্গ টেনে আনলাম আমাদের চেতনার বিবর্তন বোঝাবার জন্য। এটা অন্যভাবে নিলে, বা আমি মুসলিম লীগের সমর্থক এটা ভাবলে ভুল হবে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.