I want to write short stories
১৯৭১ এর ১৬ই ডিসেম্বর - অামরা ৯মােসর রক্তক্ষয়ী মুিক্তযুেদ্ধর মাধ্যমে, লক্ষ্য প্রাণের বিনিময়ে- বাঙালী জািতর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করি। লাল, সবুজের জাতিয় পতাকা অর্জন করি, পৃথিবীর বুেক বাঙালী জািতর পরিচয় তুেল ধরি।
কিন্তু বড়ই লজ্জা এ জাতির, যে সব বিশ্বাসঘাতক, েবইমান রাজাকার, অালবদর সে সময় হানাদার বািহনীর েদাসর হয়ে নির্বিচারে বাঙালী হত্যা করেছে, নারী ধর্ষন করেছে-অাজ তঁােদর গাড়ীেত জািতয় পতাকা উড়ছে!
এতেই প্রমানিত হয়, মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া। এর প্রথম ধাপ েশষ হলেো অাসল যুদ্ধ এখনো অেনক সময ধরে চালাতে হবে।
অার সেই যুদ্ধটা নতুন প্রজন্মকে চালিয়ে েযতে হবেই তঁাদের সুন্দর ভবিষৎেক নিশ্চিত করতে।
অাসুন রাজাকারদের, অালসামসদের এবঙ যাদের কাঁধে ভর করে োরা এত অাস্পর্দা, ঔদ্ধত্য দেখাতে পারছে-তাদের মুেখাশ খুলে ধরি।
শত্রুর সােথ অােপাশ করে শান্তি লাভ করা হলো কবরের শািন্ত! অামরা অাজ সেটা প্রতিপদেই উপলব্ধি করছি।
িবজয়ের এমাসে রাজাকার ো তঁােদর েদাসদের পরাস্ত করার সুেযাগ এেসছে। াাসুন এ যুদ্ধে জয় লাভ করার সুেযাটা
২৯ তারিখ কাজে লাগাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।