আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালীর বিক্রম

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

বাঙ্গালীর বুকে রক্ত আছে তাই ঢেলে দিলো অকাতরে, গর্জে উঠে ঘুমন্ত শার্দুল মাতৃমুক্তির তরে । বুলেটের জবাবে মুষ্টিবদ্ধ হাত কেপে উঠে শপথ ভরে, শহরে নগরে প্রতিটি গলিতে বাংলা মাতার জীর্ণ কুড়ের ঘরে । শপথ বদ্ধ লাখো বাঙালীর হাত মটকে দিলো খান সেনাদের ঘাড়, আবার দেখে নিল জগতবাসী শানিত বাঙালীর তীক্ষ ধার । মাটির সন্তানেরা মাটির মুক্তি লাগি, আবার উঠেছে জাগি । পারবেনা কেউ ঠেকাতে এ ঢেউ এ তরঙ্গ দূর্বার, পাহার সম বাধা মহা বিক্রমে হবে হবে চুরমার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.